ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চোটেই স্বপ্নভঙ্গ বাংলাদেশের!

চোটেই স্বপ্নভঙ্গ বাংলাদেশের!

জুনিয়র এশিয়া কাপ থেকে বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে ওমান গেলেও আশা ভেঙেছে চোটে, ১৮ জনের মধ্যে চারজন পড়েছিল চোটে, একজন ডেঙ্গু রোগে আক্রান্ত হন। তাতেই স্বপ্ন পূরণ হয়নি মনে করেন কোচ মামুন উর রশিদ, বলেন, ‘আমাদের লক্ষ্য পূরণ হয়নি। মূলত ইনজুরিই আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে দেয়নি।’ ফলে ভালো খেলেও ১০ দলের মধ্যে ষষ্ঠ হয়ে গতকাল দেশে ফিরেছেন প্রিন্স লাল সামন্তরা। ৫-১৬ ডিসেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় জুনিয়র বিশ্বকাপে খেলবে জুনিয়র এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত, রানার্সআপ পাকিস্তান ও তৃতীয় দল দক্ষিণ কোরিয়া। চতুর্থ হলেও আয়োজক হিসেবে বিশ্বকাপে খেলবে মালয়েশিয়া। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশ ওমানকে ২-০, উজবেকিস্তানকে ৩-১ গোলে হারালেও মালয়েশিয়া (৫-১) ও দক্ষিণ কোরিয়ার কাছে (৩-১) হেরে যায়। স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৪-১ গোলে হারালে জাপানের কাছে ৫-১ গোলে হেরে ষষ্ঠ হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত