ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এশিয়াডের লড়াইয়ে সিদ্দিক-জামাল

এশিয়াডের লড়াইয়ে সিদ্দিক-জামাল

এশিয়ান ট্যুরের খেলায় আগস্ট পর্যন্ত বিরতি, ভারতীয় ট্যুরেও এই মুহূর্তে খেলা নেই। অবসর সময়ে বসে না থেকে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিচ্ছেন গলফার সিদ্দিকুর রহমান। বসে নেই জামালও, গেল সপ্তাহে শ্রীলঙ্কা ওপেনে অংশ নিয়েছেন। সেখানে দ্বিতীয় হয়েছেন কিছুদিন আগে পিজিটিআই শিরোপা জেতা এই গলফার। দেশের শীর্ষ গলফার বলতে এই দুজনের নামই আসবে সবার আগে। দেশসেরা এই দুই গলফার এবার এশিয়ান গেমসেও প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে চীনের হাংজুতে বসছে এশিয়ান গেমসের ১৯তম আসর। এত দিন এশিয়াডে শুধু অ্যামেচার গলফাররাই অংশ নিয়েছেন। কিন্তু অলিম্পিকের সঙ্গে তাল মিলিয়ে হাংজুতে এবার হবে পেশাদারদের লড়াই। ভারত থেকে এরই মধ্যে যেমন অনির্বাণ লাহিড়ী ও শুভঙ্কর শর্মার মতো ইউরোপিয়ান ট্যুরে খেলা দুজন শীর্ষ গলফার নাম দিয়েছেন। সিদ্দিক ২০১৬’র অলিম্পিক খেলেছেন। বাংলাদেশের মাত্র দ্বিতীয় ক্রীড়াবিদ হিসেবে যোগ্যতা অর্জন করে রিওর সে আসরে অংশ নেন তিনি। টোকিওতে অবশ্য সুযোগ পাননি। এবার জামালকে নিয়ে চ্যালেঞ্জ নিচ্ছেন এশিয়ান গেমসের।

২০০৬ সালে অ্যামেচার হিসেবে এশিয়াডে খেলেছিলেন তিনি। এবার পেশাদার হিসেবে নতুন চ্যালেঞ্জ। তার মতে হাংজুতে পদকের লড়াইয়ে থাকা অসম্ভব নয়, ‘ঠিকঠাক প্রস্তুতি নিতে পারলে দলগত ইভেন্টে অন্তত পদকের লড়াইয়ে থাকা সম্ভব। চার রাউন্ডের মধ্যে তিনটি রাউন্ড অন্তত ভালো হতে হবে। আমাদের যেমন সামর্থ্য, তাতে তিনটি ভালো দিন গেলে যে কোনো কিছুই হতে পারে।’ যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে অবশ্য ঠিক এশিয়াডের প্রস্তুতি নয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত