শ্রীলঙ্কার ওপর চটেছে পিসিবি

প্রকাশ : ০৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

এশিয়া কাপ নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই আর পিসিবির লড়াই এখনও চলমান। কয়েক দফায় বৈঠক করেও চূড়ান্ত কোনো সমাধানে আসতে পারেনি কেউই। এরই মাঝে শ্রীলঙ্কার প্রস্তাব, তাদের দেশে যেন আয়োজন করা হয় এশিয়া কাপের পুরো আসর। প্রস্তুতিও অনেকটা নিয়ে ফেলেছিল তারা। তবে তাদের এমন প্রস্তাব ভালো চোখে নেয়নি পিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজও প্রত্যাখ্যান করেছে তারা।

ভারত কিছুতেই যাবে না পাকিস্তান, তাদের সরকারও যাওয়ার অনুমতি দেয়নি। শুধু এই ভারতের জন্যই হাইব্রিড মডেলে টুর্নামেন্ট চালাতে রাজি হয়েছিল পাকিস্তান। তবে তাতেও মন গলানো যায়নি বিসিসিআইয়ের। সবশেষ বৈঠকে পাকিস্তানে এবারের আসর না চালানোর প্রস্তাব দেয় তারা। আর সেই সুযোগটাই লুফে নেয়ার চেষ্টা করছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। পুরো আসর চালানোর প্রস্তাবও দিয়েছে এসিসিকে। এশিয়া কাপের জটিল অবস্থায় অন্যান্য দেশের মতো শ্রীলঙ্কারও সাপোর্ট পাবে পাকিস্তান, এমন মনে করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি। তবে সেই শ্রীলঙ্কাই মুখ ঘুরিয়ে নিয়েছে। সুযোগে ব্যবহার করেছে। আগামী অক্টোবরেই ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ।