ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ওয়ানডে ইন্টার সফটওয়্যার কোম্পানি টেবিল টেনিস টুর্নামেন্ট

ওয়ানডে ইন্টার সফটওয়্যার কোম্পানি টেবিল টেনিস টুর্নামেন্ট

সফটওয়্যার কোম্পানিতে চাকুরিরতরা একদিনের জন্য বনে গিয়েছিলেন টেবিল টেনিস খেলোয়াড়। বিকাশ লিমিটেড, ভিভা সফট লিমিটেড, ডব্লুপি ডেভেলপার, ইনভেন্টিভ অ্যাপস, থেরাপ বিডি, উনডারম্যান থম্পসন, ট্র্যাক লাগবে, ইনোভি সল্যুশন, নিট গেমস স্টুডিও, ওরবিটেক্স, ব্রেইনক্রাফট লিমিটেড, মনস্টার ল্যাব, সেফালো বাংলাদেশ ও ব্রেইন স্টেশন টুয়েন্টিথ্রি- এই ১৪ দলের ১২০ খেলোয়াড় নিয়ে শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত হলো ওয়ানডে ইন্টার সফটওয়্যার কোম্পানি টেবিল টেনিস টুর্নামেন্ট। উদ্বোধন করেন টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর। উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিকাশের কাজী সাফায়েত মাহমুদ অভি, ব্রেইন ক্রাফটের মো. ইরফান, ভিভা সফটের শফিউল হাসান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত