বার্সাকে মেসির বাবার সুখবর!

প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

পিএসজির হয়ে শেষটা ভালো হলো না লিওনেল মেসির। বরং গত শনিবার রাতে পিএসজির জার্সি গায়ে শেষ ম্যাচটিতেও নিজ দলের সমর্থকদের দুয়ো হজম করতে হয়েছে। তিক্ততার পাশাপাশি শেষ ম্যাচটাতে মেসির ভাগ্যে জুটেছে দৃষ্টিকটু সুযোগ মিস আর দলের হারের হতাশা। মেসির শেষ ম্যাচে পিএসজি ঘরের মাঠে ২-৩ গোলে হেরে গেছে ক্লেরমন্তের কাছে, তাও ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর! আগেই লিগ শিরোপা নিশ্চিত করা পিএসজিকে মৌসুম শেষ করতে হলো হারের হতাশা দিয়ে। স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসেরও ছিল পিএসজির জার্সি গায়ে শেষ ম্যাচ। দুজনকেই বিদায় নিতে হলো একই সঙ্গে, একই ম্যাচে। বিশকাপজয়ী মেসির ক্লাব ছাড়ার ঘোষণার পর থেকে তার পরবর্তী গন্তব্য কোথায়, তা নিয়ে চলছে আলোচনা। বেশ কয়েকটি ক্লাবে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তার মধ্যে অন্যতম মেসির সাবেক ক্লাব বার্সেলোনায় ফেরা। মেসির বার্সায় ফেরা নিয়ে ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তের সঙ্গে আলোচনা করেছেন মেসির বাবা হোর্হে মেসি। আলোচনার পর এ নিয়ে কথা বলেছেন মেসির বাবা, ‘লিও (মেসি) বার্সেলোনায় ফিরতে চায়, এবং আমিও তাকে বার্সেলোনায় দেখতে চাই। আমি বলতে পারি যে আমরা আত্মবিশ্বাসী, বার্সেলোনা অবশ্যই একটি বিকল্প। আপনি শিগগিরই ভবিষ্যৎ জানতে পারবেন।’

এর আগে মেসির ন্যু ক্যাম্পে ফেরার ব্যাপারে বার্সেলোনা কোচ জাভি বলেছিলেন, ‘মেসি নিজেও জানে যে আমরা তাকে স্বাগত জানাতে প্রস্তুত আছি। এ ব্যাপারে কোনো কিছুই পরিবর্তন হয়নি। আমাদের এখনো সুযোগ আছে, আমরা তাকে চাই। আমাদের এখানে তাকে ফেরাতে আমরা প্রস্তুত আছি।’ ২০১৯ সালে পিএসজিতে আসার পর থেকে দুটি মৌসুম কেমন কেটেছে মেসির? তিন শব্দে উত্তরটা দিলে- মোটেও ভালো নয়! রাজকীয়ভাবে যে মেসিকে বার্সা থেকে বরণ করে নিয়েছিল পিএসজি, সেই মেসি মুখভার করে প্যারিস ছেড়েছেন। মেসি ক্লাব ছাড়তেই হু হু করে কমতে শুরু করেছে পিএসজির ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা। দুই দিনে প্রায় ১ মিলিয়ন ফলোয়ার হারিয়েছে ফরাসি ক্লাবটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইনস্টাগ্রামে পিএসজির ফলোয়ার ৬৭.৩ মিলিয়ন, যা দুই দিন আগেও ছিল ৭০.৪ মিলিয়ন।