ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘আমি তো খেলে দিতে পারব না’

‘আমি তো খেলে দিতে পারব না’

সাফ চ্যাম্পিয়নশিপ উপলক্ষে বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প। গতকাল ক্যাম্পের প্রথম দিনে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। তিনি এ সময় ফুটবলার ও কোচিং স্টাফদের সঙ্গে কথা বলেন, তাদের অনুপ্রাণিত করেন। পরে গণমাধ্যমকে বলেন, মাঠের খেলাটা খেলোয়াড়দেরই খেলতে হবে। দলটিও তার পছন্দ হয়েছে। তাই খেলোয়াড়দের ওপর বিশ্বাস রাখার আহ্বান জানান কাজী সালাহউদ্দিন, ‘বাফুফে সভাপতি হিসেবে আমি যা করতে পারি, তা হচ্ছে ছেলেদের সঙ্গে কথা বলতে পারি, অনুপ্রাণিত করতে পারি, সাহায্য করতে পারি। আমি তো খেলে দিতে পারব না। খেলাটা ওদেরই খেলতে হবে। ওরা আমাকে বলুক, এটা দরকার, এটা নাই, এই সাপোর্ট দরকার, সেগুলো দিব। কিন্তু দিনশেষে তারাই খেলবে। কোচ নির্দেশনা দেবে, সে অনুযায়ী তারা খেলবে। আমি যেটা বলব, সেটা হয়তো এক কান দিয়ে শুনবে, মনে থাকবে কিংবা থাকবে না, কিন্তু কোচ হচ্ছে মূল ব্যক্তি, যার কথাটা ওদের মনে থাকবে এবং পারফরম করতে হবে খেলোয়াড়দেরই। আপনিও খেলবেন না, আমিও খেলব না। তাই বিশ্বাসটুকু ওদের ওপর রাখতে হবে। কেননা, এই সেরা দলই আমাদের হাতে আছে।’

ভারতের বেঙ্গালুরুতে আগামী ২১ জুন শুরু হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়নশিপ। এ উপলক্ষে হাভিয়ের কাবরেরার প্রাথমিক দলে অভিজ্ঞ ও তরুণ মিলিয়ে ৩০ জন ফুটবলার আছেন। দল নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে কাজী সালাহউদ্দিন জানান, তিনি চূড়ান্ত দল নির্বাচনে নাক গলাবেন না। তার ভাষায়, ‘দল চূড়ান্ত করার ক্ষেত্রে আমি নাক গলাব না। এটা করা আমার কাজও নয়। আমার জ্ঞান কম না বেশি, সেটা বিষয় নয়। কোচ এই দলের প্রধান, তিনিই সিদ্ধান্ত নেবেন। আমি কখনোই নাক গলাব না। আমি হয়তো আলোচনা করব, পরোক্ষভাবে কিছু বলব, কিন্তু সরাসরি হস্তক্ষেপ করব না।’

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বসুন্ধরা কিংস অ্যারেনায় গতকাল শুরু হওয়া জাতীয় দলের প্রস্তুতি দেখতে, খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সালাহউদ্দিন। যদিও গুঞ্জন আছে, পূর্ব নির্ধারিত ১০ জুনে উইমেন’স ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হওয়া নিয়ে জেগে ওঠা সংশয়ের বিষয়ে আলাপ সারতে বসুন্ধরা গিয়েছেন সালাহউদ্দিন। পুরোপুরি বিষয়টি অস্বীকারও করেননি তিনি। তবে বলেছেন, জাতীয় দলকে অনুপ্রাণিত করতেই মূলত কিংস অ্যারেনায় যাওয়ার কথা। সেখানে উত্তরসূরিদের সঙ্গে নানা বিষয়ে কথা বলার পর গণমাধ্যমের মুখোমুখি হন সালাহউদ্দিন। মাঠের লড়াই শুরুর আগে দলকে আত্মবিশ্বাস না হারানোর বার্তা দিয়েছেন বলে জানান সাম্প্রতিক সময় নানা বিতর্কের মধ্যে থাকা বাফুফে সভাপতি, ‘সাফ চ্যাম্পিয়নশিপে দল ভালো করবে। আমি খেলোয়াড়দের বলতে এসেছি, তোমরা খেলার আগে ম্যাচ হেরে যেও না। ৯০ মিনিট পরে রেজাল্ট হবে, জিতবে বা হারবে, প্রতিপক্ষ যেমন ভালো, তোমরাও তেমন ভালো- এই মনোভাব নিয়ে মাঠে নামো। কিছুদিন ধরে দেখছি, ছেলেদের মনোভাব শক্তিশালী, তাদের মানসিকতায় জয়ের আকাঙ্খা দেখছি। জেতার মতো দল তোমাদের আছে, কিন্তু ম্যাচের আগেই যদি হেরে যাও, তাহলে সমস্যা।’

অভিজ্ঞ ও তরুণ মিলিয়ে ৩০ জনকে নিয়ে ঢাকা পর্বের প্রস্তুতি শুরু করেছেন হাভিয়ের কাবরেরা। দল নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন কোচ। লক্ষ্য হিসেবে কোচ, খেলোয়াড়দের কণ্ঠে ঘুরেফিরে প্রতিধ্বনিত হয়েছে সেমি-ফাইনাল খেলার আশাবাদ। সালাহউদ্দিনেরও বিশ্বাস ‘ভালো কিছু হবে’।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত