সফটওয়্যারে চোখ তাসকিনের

প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

চোটের সঙ্গে তাসকিন আহমেদের সখ্য ক্যারিয়ারের শুরু থেকে। তাই পারফরম্যান্স নিয়ে প্রশ্ন না থাকলেও তাকে নিয়মিত পাওয়া যাচ্ছে না মাঠে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগেও তাসকিনকে নিয়ে সংশয়। পারবেন তো খেলতে নাকি ফের মাঠের বাইরে দর্শক হয়ে থাকতে হবে দেশের অন্যতম সেরা এই পেসার?

সামনে জাতীয় দলের ব্যস্ত শিডিউল। এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট সামনে থাকায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তাসকিনকে খেলানো হবে না বলে মনে করা হচ্ছিল। তবে সবাইকে অবাক করে একমাত্র টেস্টের স্কোয়াডে রাখা হয়েছে এই পেসারকে। তবে তাকে আদৌ খেলানো হবে কি না, তা নিয়ে সন্দেহ থেকেই যায়।

এর আগের বার আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হারের লজ্জায় পড়েছিলেন টাইগাররা। তাই টেস্ট ম্যাচটিকে গুরুত্বের সঙ্গেই নিচ্ছে বাংলাদেশ। তাই সুস্থ থাকলে তাসকিনকে এই টেস্টে খেলানোর পক্ষপাতী টিম ম্যানেজমেন্ট। কিন্তু সবার আগে প্রশ্ন তাসকিনের ফিটনেস নিয়েই। ইনজুরি থেকে সেরে ওঠা তাসকিন পাঁচ দিন টেস্ট খেলার ধকল নিতে পারবেন কি না, তা নিশ্চিত হয়েই তাকে খেলানো হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।