বেনজেমার পর কন্তেও আল-ইত্তিহাদে

প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

আরবের ফুটবলে বিপ্লবের স্বপ্ন দেখছে মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরব। তাই একের পর এক তারকা ফুটবলারকে দেশটির ফুটবলে টানতে চেষ্টা করছে তারা। ২০৩০ বিশ্বকাপ আয়োজনের স্বপ্নে বিভোর দেশটি রোনালদোর পর করিম বেনজেমাকে ইউরোপ থেকে টেনে এনেছে সৌদি আরবে। ২০০৯ সালের পর এবার লিগ শিরোপা জিতেছে আল-ইত্তিহাদ। সেটি আবার রোনালদোর মতো তারকাকে টপকিয়ে। আর এবার দলে ভিড়িয়েছে তারকা স্ট্রাইকার বেনজেমাকে। তাতে যেন ইত্তিহাদের শক্তি আরও বেড়ে গেল। বিবৃতি দিয়ে ক্লাবটি বলেছে, ‘বেনজেমার সঙ্গে আমাদের চুক্তিটি এখনও পর্যন্ত সেরা চুক্তি। এটি সৌদি প্রো লিগের জন্যও অনেক বড় একটি মাইলফলক। এখন বিশ্বের সেরা লিগে পরিণত হওয়ার পালা। আমরা অনেক আনন্দিত।’ এ দিকে আল-ইত্তিহাদে নাম লিখিয়ে করিম বেনজেমাও আনন্দ প্রকাশ করে বলেছেন, ‘সময় এসেছে নতুন করে চ্যালেঞ্জ গ্রহণের। নতুন জায়গায় নতুন লিগের জন্য অপেক্ষা করছি। নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছি।’

এর সাথে বিশ্বকাপজয়ী এনগোলো কান্তেকেও ডেরায় টেনেছে সৌদি ক্লাবটি। ফুটবলের দলবদলের খবরের নির্ভরযোগ্য সূত্র ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, বার্ষিক ১০০ মিলিয়ন ইউরোতে ২ বছরের চুক্তিতে ইত্তিহাদে নাম লেখালেন চেলসির কান্তে। গতকাল মেডিক্যাল টেস্ট সম্পন্ন হয়েছে। শিগগিরই অফিশিয়াল ঘোষণা দিবে ক্লাবটি। লিওনেল মেসিকে নিয়েও চলছে গুঞ্জন। তালিকায় আছে অ্যাঙ্গেল ডি মারিয়া, সার্জিও বুসকেতস, জর্দি আলবা সহ আরও জনা দশেক তারকা ফুটবলার।