ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আদম পাচারের অভিযোগ কারাতে ফেডারেশনে

আদম পাচারের অভিযোগ কারাতে ফেডারেশনে

প্রতিযোগিতায় অংশ নেয়ার নামে বিদেশে আদম পাচার বিগত কয়েক বছরে কমলেও সাম্প্রতিক সময় আবার আলোচনায় এসেছে। সম্প্রতি ইউরোপের দেশ মালটায় খেলার কথা বলে আটজন কারাতেকাকে সেখানে রেখে রাখার অভিযোগ উঠেছে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। বিষয়টা জানতে কনফেডারেশন কারণ দর্শাতে বলেছে তাকে। আবার বিষয়টি আমলে নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ শোকজ নোটিশ দিয়েছে মার্শাল আর্ট কনফেডারেশনকে। বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন সূত্রে জানা গেছে, গত মার্চে ওপেন কাপ আন্তর্জাতিক কারাতে খেলার জন্য দলনেতা হিসেবে ১৮ জনকে নিয়ে মালটায় যাওয়ার জন্য সরকারী আদেশ (জিও) নেন মোস্তাফিজুর রহমান। এপ্রিলে ইতালির সান মারিওতে বিশ্বকাপ মার্শাল আর্ট অংশ নিতেও দলনেতা হিসেবে তিনি ১৬ জনের জিও নেন। যদিও এমন অভিযোগ গণমাধ্যমের কাছে অস্বীকার করেছেন মোস্তাফিজুর রহমান. ‘আমিতো জিও পাইনি ও ওই দুই দেশেও যাইনি। এই দুটি দেশের জন্য ৩৪ জনের জন্য জিও নিলেও বিষয়টি জানতেন না মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান উজ জামান মনি। গত ১৫ মে হাসান উজ জামান তার যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে দেয়া শোকজ নোটিশে উল্লেখ করেন, ‘দুটি দেশে খেলতে যাওয়ার জন্য জিও করালেও আমাকে জানানো হয়নি ও আপনার তৈরি প্রতিবেদন সময়মতো জাতীয় ক্রীড়া পরিষদে দেন নাই। বার বার মোবাইল বার্তায় আপনার কাছে প্রতিবেদন চাওয়ার পরও সবার ভিসা বাতিলের প্রমানসহ প্রতিবেদন দেন নাই। ১০ এপ্রিল ইতালির দি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ১০ জনের জিওর দলনেতা অপুচন্দ্র দাস এর কনফেডারেশনের প্যাডে প্রতিবেদন স্বাক্ষর করে ক্রীড়া পরিষদে প্রতিবেদন জমা দিয়েছেন যা নিয়ম মতো হয়নি।’

সূত্রে জানা গেছে, মার্শাল আর্ট কনফেডারেশনের শোকজ নোটিশের কোনো উত্তর দেননি মোস্তাফিজুর রহমান। উপরন্তু এই দুটি সফরে আদম পাচারের বিষয়টি খতিয়ে দেখতে মার্শাল আর্ট কনফেডারেশনকে শোকজ নোটিশ দিয়েছে ক্রীড়া পরিষদ। এদিকে কারাতের সদস্য হয়েও আদম পাচারের অভিযোগ থাকায় মোস্তাফিজুর রহমানকে নিয়ে লজ্জিত কারাতে ফেডারেশন। এই ফেডারেশনের সাধারন সমআদক ক্যা শৈ হ্লা বলেন, ‘আমরা এমন অভিযোগ শুনেছি। যদি ঘটনা সত্যি হয়, তা খতিয়ে দেখা উচিত জাতীয় ক্রীড়া পরিষদের ও দোষিদের শাস্তির আওতায় আনা উচিত।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত