হকির নির্বাচন

মনোয়নপত্র তুললেন ছয়জন

প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

উত্তাপ ছড়ালেও জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক ফোরাম এবং ঢাকার ক্লাবের মধ্যে সমঝোতা হওয়ায় ঐকমত্যের প্যানেল হচ্ছে। তারপরও নির্বাচন প্রক্রিয়া যেতে হচ্ছে হকি ফেডারেশনকে। গতকাল ও আজ দুই দিন মনোনয়নপত্র কেনার সুযোগ; প্রথম দিনে ছয়টি মনোনয়নপত্র কিনেছেন প্রার্থীরা। জানা গেছে, বাকিরা আজ কিনবেন। নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার ও জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা কবিরুল হাসান বলেন, ‘আমরা আজ (গতকাল) ছয়টি মনোনয়নপত্র বিক্রি করেছি। আগামীকাল (আজ) হয়তো মনোনয়নপ্রত্যাশীরা বাকি মনোনয়নপত্রগুলো সংগ্রহ করবেন।’ গতকাল কেনা ছয়টি মনোনয়নপত্রের ছয়টিই জেলা-বিভাগীয় সংগঠকরা, কিশোরগঞ্জের হাবিবুর রহমান, রাজশাহী বিভাগের ওয়াহেদুন্নবী, কক্সবাজারের আফসার উদ্দিন, সাতক্ষীরার মেহেদী হাসান, পঞ্চগড়ের রেজাউল শাহীন ও ঠাকুরগাঁওয়ের মাসুদ রানা। যদিও ঢাকার ক্লাব ও জেলা-বিভাগীয় সংগঠক পরিষদের ঐকমত্যের ভিত্তিতে জেলা সংগঠকদের তালিকায় এই ছয়জনের নাম ছিল না।