অর্থ টানল না মেসিকে, গেলেন মিয়ামিতে

প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

অবশেষে গত কয়েক সপ্তাহ ধরে চলা নানা গুঞ্জন আর জল্পনাকল্পনার অবসান ঘটেছে। লিওনেল মেসি বলে দিয়েছেন, ‘আমি ইন্টার মায়ামিতে যাচ্ছি।’ বুধবার বাংলাদেশ সময় রাত একটায় দুটি স্প্যানিশ গণমাধ্যমে প্রচারিত সাক্ষাৎকারে এ কথা জানান আর্জেন্টাইন তারকা। ৩৫ বছর বয়সী মেসির পিএসজি ছাড়ার খবর নিশ্চিত হয়েছিল আগেই। পরবর্তী গন্তব্য হিসেবে আলোচনায় ছিল তিনটি ক্লাব, বার্সেলোনা, সৌদি আরবের ক্লাব আল হিলাল ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মিয়ামি। এর মধ্যে আল হিলালের বড় অঙ্কের প্রস্তাব ও সাবেক ক্লাব বার্সা নিয়েই গুঞ্জন ছিল বেশি। তবে দলবদল-নাটকীয়তার নতুন দৃষ্টান্ত হয়ে শেষ পর্যন্ত মিয়ামিমুখী হয়েছেন মেসি। ৩২ সেকেন্ডের ভিডিও বার্তায় মেসির সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে মিয়ামি। মেসিও তার নতুন ঠিকানার বিষয়টি নিশ্চিত করেছেন। সঙ্গে পরিষ্কার করেছেন নানা বিষয়। প্যারিসে বসে স্পেনের মুন্দো দেপোর্তিভো ও স্পোর্তকে সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চুক্তি সম্পন্নের কাজ এখনো শতভাগ শেষ হয়নি। কিছু বিষয় এখনো বাকিও আছে। তবু এই পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছি আমি।’

পিএসজি ছাড়ার অন্যতম কারণ হিসেবে উপভোগ না করার কথা বলেছেন মেসি, ‘দুই বছর এমন একটা জায়গায় ছিলাম, পারিবারিক বিবেচেনায় সময়টা উপভোগ করিনি। ভালো সময়ও গেছে। আমি বিশ্বকাপ জিতেছে। কিন্তু ওই সময়টা বাদ দিয়ে, সেখানে আমার জন্য সময়টা কঠিন ছিল। নতুন করে জীবন উপভোগের বিষয়টি আবিষ্কার করতে চাই। পরিবার, সন্তানদের নিয়ে প্রতিটা দিন উপভোগ করতে চাই। বার্সায় না যাওয়ার ক্ষেত্রে এটা বড় ভূমিকা রেখেছে।’

অর্থের জন্য বার্সার সঙ্গে চুক্তি না করা বা ইন্টার মিয়ামিতে যাননি বলে উল্লেখ করেছেন মেসি। তিনি বলেন, ‘এটা যদি অর্থের বিষয় হতো, আমি সৌদি আরবে যেতাম। সৌদির প্রস্তাবটি আমার কাছে অনেক অর্থ মনে হয়েছে। সত্য হলো, অর্থ নয় আমার সিদ্ধান্ত এসেছে অন্য জায়গা (চিন্তা) থেকে।’

আর্জেন্টাইন গণমাধ্যম ওলে জানিয়েছে, ইন্টার মিয়ামিতে মেসি একা যাচ্ছেন না। ফ্লোরিডার ক্লাবটি তাঁর মাঠের বন্ধুদের দলভুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। যাঁদের মধ্যে আছেন লুইস সুয়ারেজ ও সের্হিও বুসকেতস। আর্জেন্টিনা ও বার্সেলোনার সাবেক কোচ টাটা মার্টিনোকে কোচের দায়িত্ব দিতে পারে মায়ামি।

কেন বার্সায় ফেরা হলো না : ২০২১ সালে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করব করব করে শেষমেশ না বলে দিয়েছিল বার্সা। তখন অজুহাত দেখিয়েছিল আর্থিক অসংগতির কারণে মেসিকে রাখা যায়নি। কিন্তু এর পর হলো একের পর এক নতুন রিক্রুটমেন্ট। তবে সবাইকে রেজিস্ট্রেশন করাতে নানা ঝামেলা পোহাতে হয় বার্সাকে, পরে আয় বাড়িয়ে মূল দলে নিবন্ধন করায়। বার্সার পরিকল্পনায় এবার থাকা জাভি প্রায়ই বলেছেন, তাঁরা মেসিকে ফেরাতে প্রস্তুত। শুধু মেসি কী চায় সেটা জানা দরকার। গত মঙ্গলবারও একই কথা বলেছিলেন। লা লিগা অফিসিয়ালি তাদের আর্থিক পরিকল্পনা মেনে নেয়। এর পরই একের পর এক ইতিবাচক খবর। মেসিকে বুধবার আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বার্সা। কিন্তু তার কিছুই হয়নি।

স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ত ও মুন্ডো দের্পোতিভোকে সাক্ষাৎকারে মিয়ামিতে যাওয়ার ঘোষণায় মেসি বলেন, ‘শুনেছি আমাকে নিলে বার্সেলোনার বেশ কিছু খেলোয়াড়ের বেতন কাটতে হবে এবং বিক্রি করতে হবে। আমি এভাবে ফিরতে চাইনি।’

আল হিলালকে ‘না’ কেন : দুই বছরের জন্য ১ বিলিয়ন ইউরোর বেশি দিতে চেয়েছিল সৌদি ক্লাব আল হিলাল। কিন্তু মেসি তাদের বছরখানেক অপেক্ষা করতে বলেন, তারা যেটা ইতিবাচকভাবে নেয়নি। শেষ পর্যন্ত না বলে দেন তিনি। মূলত মেসির স্ত্রী রোকোজ্জু রাজি ছিলেন না। তাছাড়া মেসি নিজেও সৌদির লাইফস্টাইলকে সেভাবে পছন্দ করতেন না।

সৌদির প্রস্তাবের চেয়ে কম বেতনে কেন : আল হিলাল মৌসুমে মেসিকে ৫০০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দিয়েছিল। দুই মৌসুমে দিতে চেয়েছিল ১ বিলিয়ন ইউরো। পরে সেটি বাড়িয়ে নাকি ১.৬ বিলিয়ন করেছিল। তাও সৌদি ক্লাবের যাননি আর্জেন্টাইন সুপারস্টার মেসি। ওদিকে বার্সার শীর্ষ পর্যায়ের সংবাদ মাধ্যম টিওয়াইসি দাবি করেছে, ইন্টার মিয়ামি মেসিকে মৌসুমে ১০০ মিলিয়ন ইউরো বেতন দেবে। তিন বছরের চুক্তির কথা উল্লেখ করেছে গণমাধ্যমটি। কোন কোন গণমাধ্যম দুই মৌসুমের চুক্তির কথা বলেছে, এবং মৌসুমে ৫০ মিলিয়ন ইউরো বেতন উল্লেখ করেছে। পিএসজি থেকেই মেসি ১০০ মিলিয়নের কাছাকাছি বেতন পেতেন। সৌদির প্রস্তাবের তুলনায় এতো কম বেতনে মেসি কেন মিয়ামিতে খেলার সিদ্ধান্ত নিলেন? অ্যাপল টিভি লাইভ স্ট্রিমিংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের লিগ কর্তৃপক্ষের লম্বা চুক্তি হয়েছে। মৌসুমে এমএসএল’কে ২৫০ মিলিয়ন ইউরো দেবে অ্যাপল। মেসি আসায় স্ট্রিমিংয়ে এমএসএলের চাহিদা বাড়বে, সেখান থেকে লভ্যাংশ পাবেন মেসি। অ্যাপল টিভি মেসিকে নিয়ে চার সিরিজের ডকুমেন্টারি করতে চেয়েছে। শৈশব থেকে মেসির সঙ্গে চুক্তি আছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের। মেসি এমএসএলে আসার পরে মার্সেনডাইজিং সেলের ওপর লভ্যাংশ দিতে চেয়েছে তারা। সেখান থেকে লিও পাবেন মোটা অঙ্কের অর্থ।

টিকিটের দাম ১০ লাখ টাকা : এরই মধ্যে মেসির অভিষেকের তিনটি তারিখ চিহ্নিত হয়েছে, ৮, ১৫ ও ২১ জুলাই। মেসিকে অ্যাওয়ে ম্যাচে অভিষেক করাতে চায় না ইন্টার মিয়ামি- ইউএস লিগ কর্তৃপক্ষের সূত্রে জানতে পেরেছে গণমাধ্যম। লিগ কাপে দলটির হোম ম্যাচ ২১ জুলাই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে। সব ঠিক থাকলে ওই ম্যাচ দিয়ে মাঠে নামবেন মেসি। টিকিটের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ইউএস ডলার বা প্রায় ৯ লাখ ৭২ হাজার টাকা, সর্বনিম্ন চারশ’ ডলার বা ৪৩ হাজার টাকা।