ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ওয়ানডে সিরিজ খেলবেন সাকিব

ওয়ানডে সিরিজ খেলবেন সাকিব

চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে আঙুলে চোট পান সাকিব। এরপর পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে যে, ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে বিশ্বসেরা অলরাউন্ডারকে। তাই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে রাখা হয়নি তাকে। ১০ জুন শুরু হতে যাওয়া এই টেস্টে শেষে আফগানরা যাবে ভারত সফরে। এরপর ফের বাংলাদেশে ফিরে বাকি সিরিজ খেলবে হাসমতউল্লাহ শহীদির দল। এ সময়ের মধ্যে চোট কাটিয়ে উঠে সাকিব ওয়ানডে সিরিজ দিয়ে খেলায় ফিরতে পারবেন বলে মনে করেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। মাঠে ফিরতে হলে ফিটনেসকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। ফিটনেস নিয়ে এরই মধ্যে কাজও শুরু করে দিয়েছেন সাকিব। গতকাল মিরপুর স্টেডিয়ামে একাই ঘাম ঝরান সাকিব। কোচ হাথুরুসিংহের সঙ্গে কিছুক্ষণ আলাপ করে রানিং শুরু করেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত