ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হকির টার্ফ পাচ্ছে না বাংলাদেশ

হকির টার্ফ পাচ্ছে না বাংলাদেশ

তৈয়ব ইকরাম আন্তর্জাতিক হকি ফেডারেশনের (আইএইচএফ) সভাপতি হওয়ার পর বাংলাদেশের জন্য দুয়ার খুলে যাওয়ার কথা। কারণ বাংলাদেশের হকিতে সাংগঠনিকভাবে সব সময় তিনি পাশে ছিলেন। এশিয়া কাপ হকির আয়োজন করতে গিয়ে অনেক সংকট ছিল, সমস্যার মধ্যেও এশিয়া কাপ আয়োজন করেছিল ঢাকা। এর পেছনের বড় ভূমিকা তৈয়ব ইকরামের। সেই মানুষটি হকির সবচেয়ে বড় পদে বসার পর বাংলাদেশের প্রতি তার হাত আরো প্রসারিত হওয়ার কথা। কিন্তু তিনি বাংলদেশকে কোনো হকি টার্ফ দিতে রাজি না! আইএইচএফ অনেক দেশকে টার্ফ দিচ্ছে, তালিকায় নেই বাংলাদেশ। এমনটাই জানা গেছে ওমানে জুনিয়র এশিয়া কাপ হকি কাভার করতে যাওয়া বাংলাদেশের গণমাধ্যমকে দেয়া তৈয়ব ইকরামের সাক্ষাৎকার থেকে। ওমানের সালালায় অনুষ্ঠানরত জুনিয়র এশিয়া কাপ হকি কভার করতে যাওয়া গণমাধ্যম কর্মীদের সঙ্গে আইএইচএফ সভাপতি তৈয়ব ইকরাম জানান আইএইচএফ হতে খুব সহসাই বাংলাদেশ কোনো কিছু পাচ্ছে না। আইএইচএফ বিভিন্ন দেশের তালিকা তৈরি করেছে। সে তালিকা অনুসারে টার্ফ পাঠাচ্ছে। কিন্তু বালাদেশের নাম নেই তালিকায়। বরং বাংলাদেশে পৃষ্ঠপোষক তৈরি করার তাগিদ দিয়েছেন তৈয়ব ইকরাম, ‘বাংলাদেশে অনেক পৃষ্ঠপোষক রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে হকির উন্নয়নে কাজ করো। সাংগঠনিক কোনো সহযোগিতার প্রয়োজন হলে তিনি এগিয়ে আসবেন। তিনি বলেন, ‘সাংগঠনিক কোনো সাহায্য প্রয়োজন হলে করতে প্রস্তুত আছে এফআইএইচ। আগে শুধু এশিয়া নিয়ে ছিলাম, এখন পুরো পৃথিবীর খোঁজ-খবর রাখতে হচ্ছে। অনেকগুলো টার্ফ দেয়ার কথা হচ্ছে। তবে এ যাত্রায় বাংলাদেশকে দেয়া সম্ভব হবে না। যাদের টার্ফ নেই তারা অগ্রাধিকার পাবেন। তবে এটা সত্যি আগামীতে কোনো টুর্নামেন্ট আয়োজন করলে বা কোনো ধরনের উন্নয়ন কাজে সহযোগিতা করার সুযোগ থাকলে সেটি আমার বিশেষভাবে মাথায় থাকবে।’ তৈয়ব ইকরাম এশিয়ার হকি উন্নয়নে এশিয়ার দেশগুলোকে নিজের পায়ে দাঁড়াবার আহ্বান জানান। হকি খেলার আরো প্রচার বাড়ানোর অনুরোধ করে তৈয়ব ইকরাম বলেন, ‘দেখুন, হকি খেলাটা ফুটবল কিংবা ক্রিকেটের মতো নয়। আমাদের কাছ থেকে ফান্ড পাওয়ার অপেক্ষায় থাকলে হকি এগিয়ে নেয়া সম্ভব নয়। সবাইকে নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করতে হবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত