ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভারতের পর আসবে পাকিস্তান

ভারতের পর আসবে পাকিস্তান

মেয়েদের ক্রিকেটে প্রথমবারের মতো এফটিপি ঘোষণা করা হয়েছে। তাতে এক বছরজুড়ে ব্যস্ত সময় পার করতে যাচ্ছে বাংলাদেশের নারী দল। দেশ ও বিদেশে আটটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে জ্যোতিরা। নারীদের এফটিবি অনুযায়ী, আগামী অক্টোবরে বাংলাদেশে সিরিজ খেলতে আসবে পাকিস্তান।

আগামী জুলাইয়ে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে লাল-সবুজ মেয়েরা। দুই সিরিজই হবে তিন ম্যাচের। এরপর অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে নিজেদের প্রস্তুত করতে শুরু করেছেন বাংলাদেশের মেয়েরা। বিসিবি জানিয়েছে, আগামী ২ জুলাই ঢাকায় আসবে ভারতের নারী দল। ভারতের বিপক্ষে সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। আর ১৫ অক্টোবর বাংলাদেশে পা রাখবে পাকিস্তান দল।

২০ দিনের সফরে আসবে পাকিস্তান নারী দল। সিরিজ শেষে ৬ নভেম্বর দেশে ফিরে যাবে তারা। পাকিস্তানের বিপক্ষে সিরিজটি কক্সবাজার ও সিলেটের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এদিকে বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ নারী দল। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত