কম্বোডিয়া যাওয়ার আগে বিতর্ক

প্রকাশ : ১১ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

গত কয়েক মাস ধরে নানা ইস্যুতে তর্কবিতর্কে ঘরোয়া ফুটবল, এবার মাঠের খেলা নিয়েও শুরু হয়েছে সমালোচনা। সাফের জন্য জাতীয় দলের প্রধান কোচ স্প্যানিশ হ্যাভিয়ের ক্যাবরেরার ২৩ জনের দল নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়েছে। প্রিমিয়ার লিগে স্থানীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা (৯টি) আবাহনীর ফরোয়ার্ড এলিটা কিংসলে। চার দিন অনুশীলন করিয়েও এই নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া ফরোয়ার্ডকে বাদ দিয়েছেন হ্যাভিয়ের। এলিটা ছাড়াও চোট ও পারফরম্যান্স বিবেচনায় জায়গা হয়নি শাহরিয়ার ইমন, সাজ্জাদ হোসেন, টুটুল হোসেন বাদশা, রিমন হোসেন, মাশুক মিয়া জনি ও মেহেদী হাসান শ্রাবণের। প্রথমবার লাল সবুজ দলে জায়গা করে নিয়েছেন শেখ মোরসালিন, আলমগীর ও রফিকুল ইসলাম। জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক সিদ্ধান্ত প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ‘কিংসলেকে বেশ কয়েক বছর ধরেই চিনি, সে ভালো টিমমেট। টিমে রাখলে তাকে ব্যবহার করতে পারত। অথচ এমন অনেককে কোচ নিয়েছেন, যাদের সেভাবে ব্যবহারও করতে পারবেন না।’ তবে এলিটা প্রসঙ্গে আবাহনীর পতুগিজ কোচ ম্যারিও ল্যামোস মন্তব্যহীন, ‘জাতীয় দল নিয়ে কোনো মন্তব্য করব না।’ খোঁজ নিয়ে জানা গেছে, ল্যামোসকে মন্তব্য না করার নির্দেশনা দেয়া হয়েছে ক্লাব থেকে।

এলিটা নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হয়েছেন শুধু জাতীয় দলে খেলার জন্য। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে মাস তিনেক আগে জাতীয় দলের জার্সিতে তার অভিষেকও হয়েছে। এবার দেশিয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা হয়ে বাদ পড়েও এলিটা, ‘শুধু আমি নই, আরো সাতজন বাদ পড়েছে। কোচ যাদের ভালো ও যোগ্য মনে করেছেন, তাদের নিয়েছেন। হয়তো আমি গোল করেছি, কিন্তু তার পরিকল্পনা বা চাহিদায় অন্য কিছু রয়েছে, যার সঙ্গে আমি সামঞ্জস্যপূর্ণ নই। বাদ পড়ায় আমার কোনো অসন্তুষ্টি নেই।’ কিংসলের স্বপ্ন ছিল বাংলাদেশের হয়ে দক্ষিণ এশিয়ার এই বিশ্বকাপে খেলার। সেই আশা এখনো ছাড়ছেন না কিংসলে, ‘ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করা যায় না। হয়তো ২ বছর পর কোনো কোচের দর্শন বা গেম প্ল্যানের সঙ্গে আমি মিলে যেতে পারি। তবে এর আগে আমাকে ফিট ও ফর্ম ধরে রাখতে হবে।’

মোহামেডানের জার্সিতে দারুণ পারফরম্যান্স করা সাজ্জাদ হোসেন ও শাহরিয়ার ইমন বাদ পড়েছেন। সাবেক জাতীয় ফুটবলার ইমতিয়াজ আহমেদ নকীবের কাছে বিষয়টি একটু অন্যরকম লাগছে, ‘জাতীয় দলে পারফর্ম করা খেলোয়াড় দরকার। আমরা দেখছি অনেক খেলোয়াড় চোট বা অনুশীলন না করেও টিকে যাচ্ছে, আবার অনেকে পারফর্ম করেও বাদ পড়ছে। আপাতদৃষ্টিতে কোচের এই নির্বাচনে একটি বিশেষ ক্লাবের খেলোয়াড়দের প্রাধান্য দৃশ্যত। পাশাপাশি তিনি অন্য কোচের দ্বারা প্রভাবিত বলেও মনে হচ্ছে।’