ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এক সপ্তাহে দুটি বিশ্ব রেকর্ড

এক সপ্তাহে দুটি বিশ্ব রেকর্ড

দুটি অলিম্পিক স্বর্ণ আছে তার, দুটি সোনা আছে বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপেরও। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে কোনো বিশ্ব রেকর্ড ছিল না। এবার এক সপ্তাহের ব্যবধানে দুটি ভিন্ন দূরত্বের দৌড়ে বিশ্ব রেকর্ড গড়লেন ফেইথ কিপিগন। কেনিয়ার ২৯ বছর বয়সি এই অ্যাথলেট মেয়েদের ১৫০০ ও ৫ হাজার মিটার দৌড়ে নতুন বিশ্ব রেকর্ডের মালিক। ফেইথের দ্বিতীয় বিশ্ব রেকর্ডটি এসেছে শুক্রবার প্যারিসে ডায়মন্ড লিগে। মেয়েদের ৫ হাজার মিটার দৌড় শেষ করতে ১৪ মিনিট ৫.২০ সেকেন্ড সময় নিয়েছেন ফেইথ। এত দিন দ্রুততম ৫ হাজার মিটার দৌড়ের রেকর্ডটি ছিল লেতেসেনবেট গিদের। ইথিওপিয়ার এই অ্যাথলেট ২০২০ সালে স্পেনের ভ্যালেন্সিয়ায় ৫ হাজার মিটার দৌড়েছিলেন ১৪ মিনিট ৬.৬২ সেকেন্ডে। তিন বছর স্থায়ী হওয়া রেকর্ডটি ফেইথ ভেঙে দেয়ার মুহূর্তে ট্র্যাকেই ছিলেন গিদে। ফেইথের চেয়ে অনেকটা পিছিয়ে দ্বিতীয় হয়েছেন ১৪ মিনিট ৭.৯৪ সেকেন্ড সময় নিয়ে। গিদেকে পেছনে ফেলে তারই রেকর্ড নিজের করে নেয়ার বিষয়টি অবশ্য শুরুতে বুঝতে পারেননি ফেইথ। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘বিশ্ব রেকর্ডের কথা আমার ভাবনায় ছিল না। জানতামও না আমি সেটা গড়ে ফেলেছি। আমি শুধু সবুজ বাতির দিকে তাকিয়ে ছিলাম। চেষ্টা করেছি শান্ত থেকে দৌড়টা উপভোগ করতে। বিশ্ব রেকর্ড হয়ে যাওয়ায় অবাক হয়েছি।’ফেইথ কিপিগন সাধারণত ১৫০০ মিটারে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ইভেন্টে ২০১৬ রিও এবং ২০২০ টোকিও অলিম্পিক এবং ২০১৭ ও ২০২২ বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। ২ জুন ফ্লোরেন্স ডায়মন্ড লিগে গড়েন বিশ্ব রেকর্ডও। সেদিন ৩ মিনিট ৪৯.১১ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন কিপিগন। ভেঙে দেন ২০১৫ সালে ইথিওপিয়ার জেনজেবে দিবাবার গড়া ৩ মিনিট ৫০.০৭ সেকেন্ডের রেকর্ড। কিপিগনের বিশ্ব রেকর্ড গড়ার দৌড়ে ৩ মিনিট ৫৭.০৯ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন যুক্তরাজ্যের লরা মুইর। নিজের প্রিয় ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়ে কিপিগন সেদিন স্বপ্নপূরণের উচ্ছ্বাসে মেতে ওঠেন। এক সপ্তাহ পর ৫ হাজার মিটার দৌড়ে কিপিগনের বিশ্ব রেকর্ড এসেছে ‘সারপ্রাইজ’ হিসেবে।

আলোকিত বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত