‘অনিশ্চিত’ মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ!

প্রকাশ : ১১ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

গত মার্চে মেয়েদের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফুটবল সুপার লিগ আয়োজনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জমকালো আয়োজন করে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ফুটবলের লোগো, ট্রফি উন্মোচন করা হয়। টুর্নামেন্ট শুরুর ঘোষণা তখন দেয়া হয় ১৫ মে। নারী ফুটবলে এ ধরনের আয়োজনের প্রথম ঘোষণা চমক জাগিয়েছিল বেশ। এরপর দুই দফা উইমেন্স সুপার লিগ শুরুর দিন জানায় বাফুফের নারী উইং। ১০ জুন, অর্থাৎ গতকাল শুরুর কথা ছিল, কিন্তু হয়নি। কবে নাগাদ মাঠে গড়াবে, তাও বলতে পারেননি বাফুফের নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। মে মাসের শেষ দিকে এসে জরুরি সভা ঢেকে আবার প্রতিযোগিতা শুরুর দিনক্ষণ জানায় বাফুফে। তখন বলা হয়েছিল ১০ জুনের কথা। কিন্তু এবারও কথা রাখতে পারেনি দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। টুর্নামেন্টের ভবিষ্যৎ এখন বলতে গেলে অনিশ্চয়তার অন্ধকারে ঢাকা। কবে নাগাদ শুরু হতে পারে, সে বিষয়ে গণমাধ্যমে কাছে সদুত্তর জানাতে পারেননি নারী উইং চেয়ারম্যান, ‘আগে দলগুলো আমাদের নিশ্চয়তা দিয়েছিল, যে কারণেই হোক, তারা সরে দাঁড়িয়েছে। এখন আমরা নতুন করে টিম খুঁজছি। কিছু এগিয়েছে। আমরা এ মাসেই করব নাকি পরের মাসে করব, তো এ ব্যাপারগুলো চূড়ান্তভাবে আপনাদের জানাতে হলে এখনও তিন-চার দিন সময় লাগবে।’ এই ‘তিন-চার’ দিন যেন ফুরাচ্ছে না বাফুফের, কিন্তু ধৈর্য ফুরিয়েছে মেয়েদের। জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন জানালন ‘আশা না দেখার কথা’, ‘ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে আসলে কিছু বলতে চাচ্ছি না। এটা নিয়ে আমি হতাশ। এটা নিয়ে আর এখন কোনো আশা দেখি না। মেয়েরা এটা নিয়ে অনেক আশাবাদী ছিল, কিন্তু হচ্ছে না। এর আগে যখন টুর্নামেন্ট শুরুর তারিখ বদল হলো, তখন মেয়েদের বুঝিয়েছিলাম, আশাও দেখিয়েছিলাম, এখন সেটাও দেখাতে পারছি না। আমার এবং আরো কয়েক জনের ভারতে খেলার প্রস্তাব ছিল, এই টুর্নামেন্টের জন্যই যেতে পারিনি। এখন এটাও হচ্ছে না, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলাম কেবল আমরা।’