ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভারতকে ধসিয়ে টেস্টের ‘রাজদণ্ড’ অস্ট্রেলিয়ার

ভারতকে ধসিয়ে টেস্টের ‘রাজদণ্ড’ অস্ট্রেলিয়ার

ওভালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ দিনের রোমাঞ্চের আশা দিচ্ছিল। ভারতের ঘাড়ে ২৮০ রানের বোঝা ছিল। তবে দিন হাতে ৭ উইকেট নিয়ে শুরু করেছিলেন বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে। ম্যাচ যেকোনো দিকে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা ছিল। সংবাদ মাধ্যমে ‘ভারত জেতার সাহস দেখাতেই পারে’ শিরোনামও হয়েছে। কিন্তু সাহস ভারতীয় ব্যাটসম্যানরা দেখাতে পারেননি, বরং ৫০ দিনের প্রথম সেশনেই ধসে গেছে। স্পিনার নাথান লায়ন এবং পেসার মিশেল স্টার্ক ও স্কট বোল্যান্ডে দ্বিতীয় ইনিংসে ভারত ২৩৪ রানে অলআউট হয়ে গেছে। দ্বিতীয়বার টেস্টের ফাইনাল হেরেছে। অস্ট্রেলিয়া ২০৯ রানে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ‘রাজদণ্ড’ ঘরে তুলেছে।

টানা দুইবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারল ভারত। প্রথমবার নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর এবার অজিদের বিপক্ষে স্বপ্নভঙ্গ হলো মেন ইন ব্লুজদের। গতকাল শেষ দিনের প্রথম সেশনে ৭ উইকেট হারিয়ে পরাজিত হওয়া ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা দাবি করেছেন, তারা শেষ পর্যন্ত লড়াই করেছেন। শেষ দিন ভারতের হাতে ছিল ৭ উইকেট। ভালো শুরু করেছিলেন বিরাট কোহলি ও আজিঙ্কা হারানে। কিন্তু ১০০ রানের মধ্যে ৭ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ২৩৪ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে ২০৯ রানে হেরে রোহিত বলেছেন, ‘টস জয়ের পর ভালো বোলিং শুরু করি। প্রথম সেশন খুব ভালো হয়েছিল। এরপর স্মিথের সঙ্গে হেড দারুণ ব্যাটিং করেছে। আমরা বাজে বোলিং করে নিজেদের ডাউন করে ফেলি।’ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৬৯ রান তোলে। ২৮৫ রানের জুটি গড়েন স্মিথ ও হেড। রোহিত জানিয়েছেন, তারা জানতেন কামব্যাক করা কঠিন হবে, ‘আমরা জানতাম কামব্যাক করা কঠিন হবে, তবে আমরা চেষ্টা করেছি। শেষ পর্যন্ত লড়াই করেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত