না খেলেও ইতিহাস আলভারেজের

প্রকাশ : ১২ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি। ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছে দলটি। প্রিমিয়ার লিগের দ্বিতীয় ক্লাব হিসেবে ট্রেবল জিতেছে। ওই জয়ে রেকর্ড গড়েছেন দলটির আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। ফাইনালে মাঠে নামার সুযোগ দেয়া হয়নি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা আলভারেজকে। তারপরও তিনি চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন। আসরে ১০ ম্যাচে মঠে নামার সুযোগ পেয়ে তিন গোলও আছে তার। তাতেই ইতিহাসের ১২তম খেলোয়াড় হিসেবে একই মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়েছেন তিনি।

সর্বশেষ ওই কীর্তি গড়েছিলেন রাফায়েল ভারানে। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতেন তিনি। ওই বছরই রিয়াল মাদ্রিদের হয়ে জেতেন চ্যাম্পিয়ন্স লিগ। অবশ্য ১৯৭৪ বিশ্বকাপে জার্মানির সাত ফুটবলার একসঙ্গে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়েছিলেন। তারা হলেন ফ্রেঞ্জ বেকেনবাওয়ার, জার্ড মুলার, সেপ মাইয়ার, পাউল ব্রিটনার, হান্স জর্জ শাওয়ারবেনবেক, উলি হোয়েনেস, জুপ কাপিলম্যান। কিন্তু এক মৌসুমে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ ও এফএ কাপ চারটি শিরোপা জয়ী প্রথম খেলোয়াড় হলেন আলভারেজ।

পরের ৪৯ বছরে মাত্র পাঁচ ফুটবলার একই বছর বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়তে পেরেছেন।