ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তামিমের জন্য অপেক্ষা করবে বিসিবি

তামিমের জন্য অপেক্ষা করবে বিসিবি

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী বুধবার শুরু হতে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচ। সেই টেস্টকে সামনে রেখে গতকাল সকাল থেকে অনুশীলনে নেমেছে লিটন দাসের দল। তবে সবার আলোচনায় ওপেনার তামিম ইকবালের চোট। পিঠের ব্যথায় আসন্ন টেস্টে এই বাঁ-হাতি ব্যাটসম্যানকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এখনো ব্যাকপেইনের পুরোনো ব্যথা সেরে না উঠলেও মিরপুরে গতকাল সকালে অনুশীলনে দলের সঙ্গে যোগ দেন তামিম। দুই দিন পর আবারও অনুশীলন করছেন ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক। শুরুতে করা ওয়ার্ম আপ-ফিল্ডিং অনুশীলনে তামিমের অস্বস্তি দেখা গেছে। বারবার পিঠে-কোমরে হাত দিচ্ছিলেন। একই কাজ করেছেন ইনডোরের ব্যাটিং সেশনে। ১ নম্বর নেটে থ্রোয়ারদের বিপক্ষে ব্যাটিংয়ের পর সহকারী কোচ নিক পোথাসের সঙ্গে কথা বলতে গিয়ে এক পর্যায়ে বসে পড়েন তামিম। এরপরও অবশ্য ব্যাটিং করেন বেশকিছুক্ষণ, শেষ করেন ব্যথা নিয়ে। তামিমের চোটের সবশেষ অবস্থা প্রসঙ্গে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘কোনো কিছু টেস্ট করতে হলে মাঠে নামতে হবে। মাঠে নেমে নিজেদের পুশ করুক, ব্যাটিং ও ফিল্ডিং করুক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত