ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আমরা যে কোনো উইকেটে খেলতে প্রস্তুত

আফগানিস্তান অধিনায়ক
আমরা যে কোনো উইকেটে খেলতে প্রস্তুত

চার বছর আগে বাংলাদেশ সফরে এসে টাইগারদের নাস্তানাবুদ করে ছেড়েছিল আফগানিস্তান। ২০১৯ সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত সাদা পোশাকে দুই দেশের মুখোমুখি লড়াইয়ের প্রথম ম্যাচেই রূপকথার জন্ম দেয় আফগানিস্তান। মোহাম্মদ নবীর বিদায়ি ম্যাচ জিতে তার গোটা পৃথিবীকে রাঙিয়ে দেয় রশিদ খান, জহির খান, রহমত শাহরা। ৪ বছর পর আবার লাল বলের ক্রিকেটে মাঠে নামতে যাচ্ছে দুই দল। চোটে থাকা রশিদ খানকে বিশ্রাম দিয়ে নতুন মোড়কে দল সাজিয়ে আফগানিস্তান খেলতে এসেছে বাংলাদেশে। তবে ৪ বছরের আগের সুখস্মৃতি এখনো তরতাজা আফগানদের। দলের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি জানালেন, চট্টগ্রামে খেলা ম্যাচ থেকেই আত্মবিশ্বাস পাচ্ছেন তারা। উইকেট যেমনই হোক নিজেদের শক্তিমত্তার ওপর ভরসা রাখছেন হাশমতউল্লাহ শাহিদি। বাংলাদেশে এসে আফগানিস্তাানের প্রথম দিনের অনুশীলনের ঘটনা। তখনও ড্রেসিং রুমে ক্রিকেটাররা। প্রধান কোচ জোনাথন ট্রট সবার আগে বেরিয়ে গেলেন উইকেট দেখতে। কভার কিছুটা সরিয়ে তিনি দেখলেন তাজা সবুজ ঘাসের উইকেট। পর দিন কিছুটা কমানো হয়েছে ঘাস। তবু সবুজের উপস্থিতি দৃশ্যমান। তবে উইকেট যেমনই হোক, এটি নিয়ে দুর্ভাবনা নেই আফগানদের। আমরা যে কোনো কিছুর প্রস্তুত আছি।’ আফগানদের বিপক্ষে এখন পর্যন্ত একটিই টেস্ট খেলেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ২০১৯ সালের সেপ্টেম্বরে বৃষ্টিবিঘিœত ওই ম্যাচে ২২৪ রানে বিব্রতকর এক পরাজয়ের স্বাক্ষী হয় বাংলাদেশের ক্রিকেট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত