ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা উরুগুয়ের

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা উরুগুয়ের

বড়দের বিশ্বকাপে দুইবার ট্রফি জিতলেও যুব বিশ্বকাপে যেন শিরোপাখরা কাটছিল না উরুগুয়ের। এবারের আগে দুইবার ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হয়েছে। তবে এবার আর কোনো আক্ষেপের গল্প নয়। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে ইতালিকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টটির ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে লাতিন আমেরিকার দেশটি। গত রোববার রাতে আর্জেন্টিনায় পর্দা নামল যুব বিশ্বকাপের। শিরোপা নির্ধারণী ম্যাচে এস্তাাদিও সিউদাদ দে লা প্লাটা স্টেডিয়ামে বিজয়ের হাসি উরুগুয়ের। যদিও জয়টা সহজ ছিল না তাদের জন্য। ম্যাচের শেষ মুহূর্তে দলটির হয়ে জয়সূচক গোলটি করেন লুসিয়ানো রদ্রিগেজ। ইতালির পোস্টে ১৫টি শট নিয়েছে উরুগুয়ের ফুটবলাররা। যেখানে লক্ষ্যে ছিল চারটি। অন্যদিকে পুরো ম্যাচে ইতালির ফুটবলাররা মাত্র তিন শট নিতে পেরেছে প্রতিপক্ষের পোস্টে। যার একটিও অন টার্গেট ছিল না। ফাইনালে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেও জাল খুঁজে পেতে ব্যর্থ হয় দুই দল। একসময় মনে হচ্ছিল ম্যাচটি গড়াবে অতিরিক্ত সময়ে। তবে ম্যাচের নির্ধারিত সময়ের ৪ মিনিট আগে লুসিয়ানো রদ্রিগেজ গোল করে দলকে এগিয়ে দেন। এরপর আর কোনো দল গোল করতে না পারায় ১-০ তে জয় নিয়েই এবারের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। উল্লেখ্য, এবারের টুর্নামেন্টটি আয়োজন করার কথা ছিল ইন্দোনেশিয়ার। কিন্তু দেশটিতে ইসরাইলিদের অংশগ্রহণের প্রতিবাদ শুরু হওয়ায় শেষ মুহূর্তে সেখান থেকে টুর্নামেন্টটি প্রত্যাহার করে আর্জেন্টিনায় নিয়ে যায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এতে স্বাগতিক হিসেবে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে যায় কোয়ালিফাই না করতে পারা আর্জেন্টিনা। যদিও বেশি দূর এগুতো পারেনি লিওনেল মেসিদের উত্তরসূরীরা, বাদ পড়ে দ্বিতীয় রাউন্ড থেকেই। দক্ষিণ আমেরিকার আরেক পরাশক্তি ব্রাজিল যেতে পারে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। যদিও ব্রাজিল, আর্জেন্টিনার বেশিরভাগ খেলোয়াড়ই ক্লাবের বাধার কারণে খেলতে পারেননি। সেদিক থেকে অনেকটা সুবিধা পেয়েছে উরুগুয়ে। কেন না, তাদের খুব কমসংখ্যক খেলোয়াড়ই ক্লাবের বাধার মুখে পড়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত