ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এশিয়ান জুনিয়র জিমন্যাস্টিকসে চতুর্থ বাংলাদেশের রাফি

এশিয়ান জুনিয়র জিমন্যাস্টিকসে চতুর্থ বাংলাদেশের রাফি

আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে নিয়ে আসতে বরাবরই চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন। দেশে খেলাটির খুব বেশি প্রচলন না থাকলেও ফেডারেশন সভাপতি শেখ বশির আহমেদের অক্লান্ত প্রচেষ্টায় এবার বিদেশে ভালো ফল আনতে শুরু করেছেন বাংলাদেশের জিমন্যাস্টরা। যার ফলশ্রুতিতে এশিয়ান জুনিয়র জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় চতুর্থ হলেন বাংলাদেশের আহমেদ রাফি। টাইব্রেকিং নিয়মে ভল্টিং টেবিল ইভেন্টে তৃতীয় স্থান দখল করতে না পেরে পদক প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছেন রাফি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ভল্টিং টেবিল ইভেন্টের ফাইনালে চতুর্থ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বিকেএসপির ১৭ বছর বয়সি এই জিমন্যাস্টকে। বাছাই পর্ব খেলে শীর্ষ আট-এ থেকে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। ভোল্টিং টেবিল ইভেন্টের ফাইনালে বাংলাদেশের রাফিল এবং কাজাকিস্তানের প্রতিযোগী সমান ১৩.৬৫ পয়েন্ট করে লাভ করেন। কিন্তু টাইব্রেকিং রুলসের কারণে সমান পয়েন্ট পাওয়া কাজাকিস্তানের প্রতিযোগীর হাতে উঠে তৃতীয় স্থানের পদক। ১৬টি দেশের ৪২ জন জিমন্যাস্টের অংশগ্রহণে জুনিয়র এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় গত ১০ জুন ভোল্টিং টেবিল ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ডের ফাইনালে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে শীর্ষ আটে স্থান পান রাফিল। চূড়ান্ত ওই লড়াইয়ে তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট নিশ্চিত করেন তিনি। ইভেন্টে চীন প্রথম এবং ফিলিপাইন দ্বিতীয় স্থান লাভ করেছে। টাইব্রেকিংয়ে বাংলাদেশকে পেছনে ফেলে তৃতীয় স্থান লাভ করে কাজাকিস্তান। পদক না পেলেও সন্তুষ্ট ও আনন্দিত রাফি বলেন, ‘এর আগে ফ্রান্সেও অংশ নিয়েছিলাম। তবে ভালো করতে পারিনি। এটাই আমার সেরা অর্জন। এই ধারায় আমি আরো এগিয়ে যেতে চাই এবং বাংলাদেশকে আন্তর্জাতিক পদক এনে দিতে চাই।’ সিঙ্গাপুর থেকে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু বলেন, ‘রাফি পজিশন রাউন্ডে ৩ নম্বরই অবস্থান করছিল। দুইজনের স্কোর টাই হওয়ায় এক্সিকিউশন দেখেন জাজরা। সেখানে রাফিকে চতুর্থ করা হয়েছে। ‘ যুগ্মভাবে তৃতীয় হলেও টাইব্রেকিংয়ে চতুর্থ হওয়ায় পদক পাবেন কিনা রাফি এটা নিশ্চিত নন ফেডারেশনের সাধারণ সম্পাদক। দক্ষিণ কোরিয়ার কোচের অধীনে বাংলাদেশ নিবিড় অনুশীলন করছে। অলিম্পিকে পদক জেতানো কোচ বাংলাদেশের জুনিয়রদের ওপর জোর দিয়েছেন। ফেডারেশনও জুনিয়র প্রতিযোগিতায় দল প্রেরণ করছে। বিশ্ব জুনিয়র জিমন্যাস্টিকসের পর এশিয়ান জুনিয়রে অংশগ্রহণ করল বাংলাদেশ। এই টুর্নামেন্টে ভালো কিছুর আশা ছিল ফেডারেশনের। সেই আশা পুরোপুরি পূরণ হয়নি, ‘রাফি একমাত্র ফাইনাল পজিশনে খেলেছে অন্য ইভেন্টে আমরা কোয়ালিফাই করতে পারিনি। আমাদের আরো অনুশীলনে মনোযোগ দিতে হবে ‘সিঙ্গাপুর থেকে বলেন বাবলু। রাফি ভোল্টিং টেবিলে ভারত সহ অনেক দেশকে পেছনে ফেলেছেন। জিমন্যাস্টিকসে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে সেটি রাফি দেখিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত