ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এমন অর্জন নিজের কাছেই অবিশ্বাস্য লাগছে জোকোভিচের

এমন অর্জন নিজের কাছেই অবিশ্বাস্য লাগছে জোকোভিচের

চ্যাম্পিয়নশিপ পয়েন্ট নিশ্চিত হতেই হাত থেকে র‌্যাকেট ফেলে দিয়ে কোর্টে শুয়ে পড়লেন নোভাক জোকোভিচ। একটু পর উঠে দাঁড়ালেন। প্রতিপক্ষের সঙ্গে করমর্দনের পর ছুটে গেলেন গ্যালারিতে। একে একে জড়িয়ে ধরলেন পরিবারের সদস্যদের। নতুন ইতিহাস গড়ার আনন্দণ্ডউচ্ছ্বাস ঠিকরে পড়ছিল প্রতিটি ধাপে। রেকর্ড ২৩তম গ্র্যান্ডস্ল্যাম জিতে সার্বিয়ান তারকা বললেন, এমন অর্জন তার নিজের কাছেই অবিশ্বাস্য লাগছে। গত রোববার রোলাঁ গাঁরোয় অনুষ্ঠিত ফাইনালে নরওয়ের কাসপের রুডকে ৭-৬ (৭-১), ৬-৩, ৭-৫ গেমে হারিয়ে ইতিহাস গড়েছেস জোকোভিচ। ম্যাচের শুরুতে প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে, ৩-০ গেমে এগিয়ে দারুণ কিছুর আভাস দেন তিনি। তবে, তার ওই দাপুটে পারফরম্যান্সের বলা যায় ওখানেই শেষ। অভিজ্ঞতার আলোকে ঘুরে দাঁড়ালেন নোভাক জোকোভিচ, একটু একটু করে বিস্তারর করলেন আধিপত্য। শেষ পর্যন্ত সরাসরি সেটের জয়ে ফরাসি ওপেনের ট্রফি উঁচিয়ে ধরলেন সাবেক নাম্বার ওয়ান। এর মধ্যে দিয়ে রাফায়েল নাদালকে (২২) টপকে পুরুষ এককে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ডটি এখন ৩৬ বছর বয়সি এই তারকার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত