কম্বোডিয়ায় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
ভারতে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে মাঠে নামার আগে নিজেদের শক্তিমত্তার পরীক্ষা দিতে কম্বোডিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে কম্বোডিয়ান প্রিমিয়ার লিগের দল টিফফি আর্মির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়ারা। সোহেল রানার একমাত্র গোলে সেই ম্যাচে জিতেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই বাংলাদেশকে এগিয়ে দেন সোহেল রানা। বাকিটা সময় এই গোল আগলে রেখে প্রস্তুতি ম্যাচে জয় পেল বাংলাদেশ। কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আত্মবিশ্বাসও সঞ্চয় করে নিলেন জামাল-জিকোরা। কম্বোডিয়ান প্রিমিয়ার লিগের দল টিফফি আর্মির বিপক্ষে গতকাল সোমবার ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। দ্বাদশ মিনিটে গোলটি করেন সোহেল। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে কম্বোডিয়া সফরে গিয়েছে বাংলাদেশ।