ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অন্যরূপে অনুশীলনে হাজির সাকিব

অন্যরূপে অনুশীলনে হাজির সাকিব

বাঁ-হাতি অর্থডক্স স্পিনের পাশাপাশি মিডল অর্ডারে ব্যাটিং মিলিয়ে কার্যকরী একজন অলরাউন্ডার সাকিব আল হাসান। এমন একজন ক্রিকেটার যেকোনো সংস্করণেই দলের ভারসাম্য এনে দেয়। আর টেস্টে বাংলাদেশের মতো দলের জন্য সাকিব যেন বাড়তি পাওয়া। কিন্তু ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দেশের ক্রিকেটের এই পোস্টার বয়কে পাচ্ছেন না টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে আঙুলের চোটে পড়েন সাকিব। ফলে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে আছেন তিনি। তবে আঙুলের সেই ইনজুরি আগের চেয়ে বেশ ভালো অবস্থাতেই রয়েছে। ইতোমধ্যে আঙুলের ব্যান্ডেজও খুলে ফেলেছেন সাকিব। গত মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এসেছিলেন তারকা এই অলরাউন্ডার। এদিন দুপুর নাগাদ হোম অব ক্রিকেটে নেমে পড়েছিলেন অনুশীলনে। এরপর মূল মাঠে বেশ কিছু সময় করেছেন রানিং। অবশ্য এদিন সাকিব চিরচেনা অনুশীলন ড্রেসে ছিলেন না। নায়কের মতো হলুদ টি-শার্টের সঙ্গে রোদ চশমা সঙ্গে শর্টস ও জুতা পরেই রানিং করেছেন তিনি। আসলে তিনি মাঠের নায়কই। টেস্ট সিরিজে সাকিব না খেললেও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারো ক্রিকেটে ফিরবেন এই তারকা ক্রিকেটার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত