ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারী ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ছে

নারী ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ছে

অবশেষে বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেটারদের বেতন বৈষম্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতদিন পুরুষ দলের ক্রিকেটারদের তুলনায় নারী ক্রিকেটারদের বেতন অনেক কম ছিল। এবার মেয়েদের ক্রিকেটে মাসিক বেতন ও ম্যাচ ফি বাড়াতে বিসিবি। সব ক্যাটাগরিতে আগের চেয়ে ন্যূনতম ২০ শতাংশ বা তার চেয়ে বেশি হারে বাড়ানো হয়েছে। ম্যাচ ফি বেড়েছে প্রায় তিন গুণ। একই সঙ্গে ছেলেদের ‘এ’ দলের ম্যাচ ফিও বেড়েছে। সোমবার মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, নারী ক্রিকেটে সুযোগ-সুবিধা বাড়ানোর প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে এবার বেতন ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে চার ক্যাটাগরিতে মোট ২৫ জন ক্রিকেটার রয়েছেন। সবশেষ গত বছরের জুলাইয়ে ‘এ’ ক্যাটাগরির বেতন বাড়িয়ে করা হয় ৮০ হাজার টাকা। ‘ডি’ ক্যাটাগরির পারিশ্রমিক ছিল ২৫ হাজার টাকা। বছর ঘোরার আগেই এলো এটি বাড়ার ঘোষণা। ‘মেয়েদের ম্যাচ ফি ও মাসিক যে বেতন যেটা এতদিন পেত, ওটা আমরা বাড়িয়েছি। আজকে সিদ্ধান্ত নিয়েছি, বেশ ভালো পরিমাণে বাড়ানো হয়েছে। ভালোর তো শেষ নেই। তবে এখন যা পাচ্ছে, তার চেয়ে স্যালারি ও ম্যাচ ফি বাড়ানো হয়েছে।’ বিসিবির নারী ক্রিকেট বিভাগের প্রধান শফিউল ইসলাম চৌধুরি জানান, সর্বোচ্চ পারিশ্রমিক এখন করা হয়েছে ১ লাখ টাকা। অন্য তিন ক্যাটাগরিতেও ২০ শতাংশ বাড়িয়ে কাছাকাছি ‘রাউন্ড ফিগার’ করার কথা জানান তিনি। যেটির মানে, ‘বি’ ক্যাটাগরিতে ৬০ হাজার থেকে বেড়ে হয়েছে ৭৫ হাজার টাকা, ‘সি’ ক্যাটাগরিতে ৩৫ হাজার থেকে ৫০ হাজার এবং ‘ডি’ ক্যাটাগরিতে ২৫ হাজার থেকে বেড়ে হয়েছে ৩০ হাজার টাকা। ম্যাচ ফিতেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। এত দিন ওয়ানডেতে ৩০০ ডলার এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য দেড়শ ডলার করে পেতেন মেয়েরা। এখন সেটি বাড়িয়ে ওয়ানডেতে ১ লাখ ও টি-টোয়েন্টিতে করা হয়েছে ৫০ হাজার টাকা। পাশাপাশি ছেলেদের প্রথম শ্রেণির চুক্তিবদ্ধ ক্রিকেটারদেও বেতন বাড়িয়ে করা হয়েছে ১ লাখ টাকা। একই সঙ্গে বাড়ানো হয়েছে ছেলেদের ‘এ’ দলের ম্যাচ ফিও। চার দিনের ম্যাচে দেড় লাখ, এক দিনের ম্যাচে ১ লাখ ও টি-টোয়েন্টির ম্যাচ ফি ৫০ হাজার টাকা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত