ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আরো একদফা বাড়ল কিউরেটর গামিনির মেয়াদ

আরো একদফা বাড়ল কিউরেটর গামিনির মেয়াদ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে নানা সমালোচনা থাকলেও প্রধান পিচ কিউরেটর গামিনি ডি সিলভার রাজত্ব চলছে চলবে। মেয়াদ শেষ হওয়ার আগেই এই শ্রীলঙ্কান এই কিউরেটরকে আরও দুই বছরের জন্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির এক পরিচালক গামিনির সঙ্গে পুনরায় দুই বছরের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। আগের চুক্তি অনুযায়ী আগামী জুলাই পর্যন্ত তার থাকার কথা ছিলো। নতুন চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জুলাই পর্যন্ত থাকবেন গামিনি। ২০১০ সালের অক্টোবরে ২ বছরের জন্য বিসিবিতে যোগ দেন আম্পায়ার থেকে কিউরেটর হওয়া এই লঙ্কান। দফায় দফায় চুক্তির মেয়াদ বেড়ে সেটি যেন এখন দেড় যুগের পথে। বর্তমান চুক্তির বছর হিসেব করলে দেখা যায় সবমিলিয়ে গামিনি-বিসিবির সম্পর্ক গিয়ে দাঁড়াবে ১৭ বছরে। বাংলাদেশে এতদিন স্থায়ী চুক্তিতে কাজ করে আসছিল দুই কিউরেটর। তাদের মধ্যে একজন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পিচের দায়িত্বে থাকা প্রভিন হিঙ্গানিকর। সম্প্রতি নিজ দেশ ভারতে গিয়ে তিনি স্ত্রীসহ সড়ক দুর্ঘটনার শিকার হন। সেই ঘটনায় স্ত্রীকে হারান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত