ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কম্বোডিয়ার বিপক্ষে ‘চূড়ান্ত পরীক্ষা’ বাংলাদেশের আজ

কম্বোডিয়ার বিপক্ষে ‘চূড়ান্ত পরীক্ষা’ বাংলাদেশের আজ

চলতি মাসের ২১ তারিখ থেকে ভারতের বেঙ্গালুরুতে বসতে যাচ্ছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর। দক্ষিণ এশীয়ার ‘বিশ্বকাপ’ খ্যাত এ টুর্নামেন্টে মাঠে নামার আগে নিজেদের শক্তি পরীক্ষা দিতে যাচ্ছে বাংলাদেশ দল। সেই পরীক্ষায় জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ স্বাগতিক কম্বোডিয়া। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় কম্বোডিয়ার রাজধানী নমপেনে অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। লাল সবুজ দলের কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়ার কাছে ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। সাফের মূল লড়াইয়ের আগে নিজেদের গুছিয়ে নিতে কোচ ম্যাচটিকে দেখছেন ‘ইন্টারেস্টিং টেস্ট’ হিসেবে, আর অধিনায়কের চোখে এটি ‘মূল পরীক্ষা’। সাফ চ্যাম্পিয়নশিপের কঠিন পরীক্ষায় নামার আগে ম্যাচটি জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান কাবরেরা। তিনি বলেন, ‘এখানে চার-পাঁচ দিনের মতো আমরা প্রস্তুতি নিয়েছি। এর আগে ঢাকায় এক সপ্তাহের ট্রেনিং করেছি। এ বছর আমাদের মূল প্রাধান্য বিশ্বকাপ বাছাই ও সাফ চ্যাম্পিয়নশিপ। এগুলো আমাদের জন্য অনেক বড় টুর্নামেন্ট। আমরা প্রস্তুত। কম্বোডিয়ায় আসতে পারাটা আমাদের জন্য দারুণ অনুভূতির, গত সেপ্টেম্বরে আমরা এখানে এসেছিলাম এবং আমরা জানি সেসময় কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়েছিলাম। আগামীকালও তেমনই ম্যাচ হবে।’ বাংলাদেশ কোচ বলেন, ‘আমরা ভাগ্যবান যে, এখানে ট্রেনিংয়ের জন্য ভালো মাঠ পেয়েছি এবং টিফফি আর্মির বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে পেরেছি, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কালকের ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, কম্বোডিয়ার মতো মানসম্পন্ন দলের বিপক্ষের ম্যাচটি আমাদের সাফের জন্য পারফেক্ট প্রস্তুতির উপলক্ষ্য।’ গত বছর সেপ্টেম্বরে সবশেষ মুখোমুখি হয়েছিল দুই দল। রাকিব হোসেনের একমাত্র গোলে জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। প্রায় এক বছর আগে নমপেনে জেতা ম্যাচেও বাংলাদেশের ডাগআউটে ছিলেন কাবরেরা। বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় এই স্প্যানিশ কোচ জানালেন, অতীতের মতোই জয়ের মনোভাব নিয়ে নামবে তার দল। ‘গত সেপ্টেম্বরে কম্বোডিয়ার অনূর্ধ্ব-২৩ দলের জাপানের বিপক্ষে ম্যাচ ছিল, ওই সময় অনেকে আমাদের বিপক্ষে খেলতে পারেনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত