ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এখনো ফ্রান্সের কোচ হওয়ার স্বপ্ন দেখছেন জিদান

এখনো ফ্রান্সের কোচ হওয়ার স্বপ্ন দেখছেন জিদান

মাঠ এবং ডাগআউট, এই দুই জায়গাতেই সফল সাবেক ফরাসি তারকা জিনেদিন জিদান। খেলোয়াড় হিসেবে তিনি ১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আবার কোচ হিসেবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ কয়েকটি শিরোপা এনে দিয়েছেন এই কিংবদন্তী মিডফিল্ডার। তবে আড়ই বছর ধরে তিনি কোনো দলের ডাগআউটে নেই। একে একে সব বড় বড় দলের প্রস্তাব ফিরিয়েছেন। তার স্বপ্ন বিশ্বকাপ জেতা স্বদেশের হয়েই কোচের দায়িত্ব পালন করা। প্রথম দফায় ব্যর্থ হলেও, এখনো সেই স্বপ্ন দেখছেন জিদান। সাবেক এই ফরাসি তারকা ২০২১ সালে রিয়ালের কোচের পদ ছেড়েছিলেন। এরপর তিনি আর কোনো দলে যোগ দেননি। তবে প্রস্তাব পেয়েছেন অনেক ক্লাব ও জাতীয় দলের। কিন্তু ফ্রান্সের ডাগআউটে যাওয়ার ইচ্ছা প্রকাশের প্রথম দফায় বলতে গেলে তিনি খানিকটা অপমানিতই হয়েছিলেন। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের হারের পরও দিদিয়ের দেশমের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি নবায়ন করে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। কেবল তাই নয়, ওই সময় ফেডারেশনের সভাপতি লে গ্রেট বলেছিলেন, ‘জিদান কি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল? অবশ্যই না। আমি এমনকি তার ফোনও ধরতাম না। আমি কখনোই তার সঙ্গে দেখা করিনি। আমরা কখনোই দেশমের সঙ্গে চুক্তি বাতিলের কথা ভাবিনি।’ গ্রেটের এই মন্তব্যেই স্পষ্ট- জিদান চাইলেও তাকে কখনোও বিবেচনায় রাখেনি এফএফএফ। তবুও দেশের হয়ে জাতীয় দলকে পরিচালনার আশা ছাড়েননি ২০০৬ বিশ্বকাপেও ফ্রান্সকে ফাইনালে তোলা এই ফুটবলার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত