ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কেন ৫ উইকেট নিলেন না ইবাদত

কেন ৫ উইকেট নিলেন না ইবাদত

ঘরের মাঠে বাংলাদেশের কোন পেসারের পাঁচ উইকেট নেওয়ার সর্বশেষ নজির খুঁজতে যেতে হবে ১৩ বছর পেছনে। ২০১০ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে ৭১ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন শাহাদাত হোসেন। লম্বা খরার পর বৃহস্পতিবার ইবাদতে মেটাতে পারতেন অতৃপ্তি। চা-বিরতির আগে ১৪৪ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল আফগানিস্তানের। এরমধ্যে ৪ উইকেটই ছিল ইবাদত হোসেনের। পাঁচ উইকেটের সম্ভাবনায় থাকা পেসার চা-বিরতির পর আর বোলিং পাননি, দুই স্পিনারই তুলে নেন বাকি দুই উইকেট। এই নিয়ে কোন আক্ষেপও নেই বাংলাদেশের তারকার। উইকেটে সতেজ ঘাস থাকল দ্বিতীয় দিনেও, মেঘলা আকাশের নিচে এমন সবুজ গালিচায় বাড়তি বাউন্সে নাকাল হলেন ব্যাটাররা। পাঁচ স্লিপ, গালি, পয়েন্ট মিলিয়ে তৈরি হলো বিভ্রম। এটা মিরপুরের মাঠই তো! আফগানিস্তানকে ৪০ ওভারের মধ্যে গুটিয়ে দিতে ৪ উইকেট নেওয়া ইবাদত হোসেন বললেন, তার ক্যারিয়ারে ঘরের মাঠে এমন পেস বান্ধব উইকেট আগে কখনো দেখেননি তিনি। গতকাল মিরপুরে দ্বিতীয় দিনে উইকেট পড়েছে মোট ১৬টি। যার ১২টিই নিয়েছেন পেসাররা। সকালে ৩৬২ রানে ৫ উইকেট থেকে ৩৮২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। আফগান দুই পেসারের ঝাঁজ দেখেই আঁচ করা যাচ্ছিল জিভ হয়ত লকলক করছে ইবাদতদের। ৩৯ ওভারে ১৪৬ রানে সফরকারীদের মুড়ে দেন ৪৭ রানে ৪ উইকেট নেন ইবাদত। ২৮ রানে ২ উইকেট নেন শরিফুল ইসলাম। গতি, বাড়তি বাউন্সে ব্যাটাররা হাঁসফাঁস করেছেন তাদের বলে। দিনের খেলা শেষে গণমাধ্যমে কথা বলতে এসে ইবাদত প্রকাশ করলেন তৃপ্তির কথা, ‘আমার দেখা এই প্রথম যে এই ধরণের উইকেট আমরা পেয়েছি (দেশে)। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে তিনটা পেস বোলার এরকম উইকেটে খেলা, এটা আমাদের অনেক বড় সৌভাগ্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত