ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের প্রথম কিংস

চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের প্রথম কিংস

দেশের ফুটবলে অভিষেকের পর থেকে একের পর এক ইতিহাস গড়ে চলছে বসুন্ধরা কিংস। এবার দেশের প্রথম ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাবটি। এশিয়ার ক্লাব পর্যায়ের সর্বোচ্চ স্তওে খেলা আগেই নিশ্চিত হলেও প্রয়োজন ছিল ক্লাব লাইসেন্সিং। এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি বসুন্ধরা কিংসের ক্লাব লাইসেন্সিং আবেদন মঞ্জুর করেছে। ফলে আসন্ন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ এখন শুধু সময়ের অপেক্ষা কেবল। এশিয়ান ফুটবল কনফেডারেশন এশিয়ার বিভিন্ন দেশের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ক্লাবের নামের তালিকা প্রকাশ করেছে। বাংলাদেশ থেকে তিনটি আবেদন হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের জন্য। এর মধ্যে শুধু বসুন্ধরা কিংসের আবেদনই গৃহীত হয়েছে। বসুন্ধরা কিংসের আবেদন গৃহীত হয়েছে কোনো শর্ত ছাড়াই। প্রতিবেশি দেশ ভারতের ১২ ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের লাইসেন্সিংয়ের আবেদন করেছিল। চারটি ক্লাব নিঃশর্ত অনুমোদন পেলেও পাচটি ক্লাবের কিছু শর্ত পূরণ করতে বলা হয়েছে। এর মধ্যে কলকাতার অ্যাথলেটিকো মোহনবাগানও রয়েছে। বসুন্ধরা কিংসের ক্ষেত্রে কোনো শর্ত বা পর্যবেক্ষণ নেই। এশিয়ায় ক্লাব ফুটবলের দ্বিতীয় স্তর এএফসি কাপ। সেই এএফসি কাপের ক্লাব লাইসেন্সিংয়ের তালিকাও একই সঙ্গে প্রকাশ করেছে এএফসি। বাংলাদেশের চারটি ক্লাব এই স্বীকৃতির জন্য আবদেন করেছিল। এর মধ্যে শুধু বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর আবেদন গৃহীত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত