ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মশিউর যেখানে ‘প্রথম’

মশিউর যেখানে ‘প্রথম’

চীনের খেলা হলেও এবারের হাংজু এশিয়ান গেমসে জায়গা হয়নি লাল সবুজের উশুর। নিজেদের পর্যাপ্ত জাজ না থাকায় এশিয়ান পর্যায়ে ভাল খেলেও সুবিচার পেতেন না উশুকারা। এমনকি ‘এ’ গ্রেডের জাজ না থাকায় ২০১৯ সালে নেপালে সাউথ এশিয়ান (এসএ) গেমসে হাতছাড়া হয়েছে স্বর্ণপদক। এ নিয়ে হতাশার অন্ত ছিল না কর্তাদের মধ্যে। এবার কেটেছে সেই হতাশা। প্রথমবারের মতো ‘এ’ গ্রেডের জাজ পেল বাংলাদেশ উশু। ৮-১৪ জুন মিশরের কায়রোতে আন্তর্জাতিক উশু ফেডারেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক উশু জাজেস প্রশিক্ষণ অ্যান্ড সার্টিফিকেশন কোর্স অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন বাংলাদেশের চারজন বিচারক। এরা হলেন- সানদার মশিউর রহমান খান, আবদুল্লাহ আল ফয়সাল, শাহরীন চৌধুরী এবং তাউলুর ফাজানা খানম। চারজনের মধ্যে মশিউর রহমান ‘এ’ গ্রেড জাজের সনদ পান। বাকিরা ‘বি’ গ্রেডের। দেশের উশুতে প্রথম এই স্বীকৃতি পেয়ে আনন্দিত মশিউর রহমান খান। তার কথায়, ‘এ’ গ্রেড জাজের সনদ পেয়ে খুব ভালো লাগছে। দেশে এখন আমিই প্রথম ‘এ’ গেডের জাজ।’ তিনি যোগ করেন, ‘আমি ২০০৮ সাল থেকে জাজিং করি। ২০১৬ সালে ‘বি’ গ্রেড জাজ হিসাবে সনদ পেয়েছিলাম। ‘এ’ গ্রেডের সনদের জন্য আমাকে অপেক্ষা করতে হলো প্রায় ছয় বছর।’ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেন, ‘এ’ গ্রেডের জাজ না থাকায় আমরা আন্তর্জাতিকভাবে নানা অবিচারের সম্মুখিন হতাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত