ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অধিনায়কত্ব উপভোগ করছেন লিটন

অধিনায়কত্ব উপভোগ করছেন লিটন

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে আলোচনায় ছিল মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেট। সবুজ উইকেট বানিয়ে এক প্রকার চমকে দিয়েছে টিম ম্যানেজম্যান্ট। যাদের ওপর ভরসা রেখে সবুজ উইকেট বানানো হয়েছিল। তারা কিন্তু পুরোপুরি আস্থার প্রতিদান দিয়েছেন। এবাদত হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামদের একের পর এক শর্ট বল-বাউন্সে নাস্তানাবুদ হয়েছেন আফগান ব্যাটারা। টাইগার ব্যাটারদের ব্যাটে রান বন্যার পর তাসকিনদের বোলিং তোপে বাংলাদেশ রান বিবেচনায় পেয়েছে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয়। অধিনায়ক হিসেবে তাই আনন্দটাও অন্যদেও চেয়ে একটুবেশি হওয়াই স্বাভাবিক। রেকর্ড গড়া জয়ের পর সংবাদ সম্মেলনে লিটন দাস বলছেন অধিনায়কত্ব উপভোগ করার কথা। ‘অধিনায়কত্ব খুব উপভোগ করেছি। বোলাররা যেভাবে আমাকে সহায়তা করেছে। বিহাইন্ড দ্য বল দেখছি যে বোলাররা বল ক্যারি করাচ্ছে। কিপিং করতেও মজা। অধিনায়ক যখন থাকি তখন ভালো লাগে যে উইকেট পাওয়ার সুযোগ থাকে।’ বাংলাদেশ দলপতি বলেন, ‘যখন প্রথম ইনিংসে শান্ত ও জয়ের ভিত্তিতে আমরা ভালো স্কোর করলাম তখন থেকে আমরা বিশ্বাস করছিলাম প্রথম ইনিংসের ওপর অনেক কিছু নির্ভর করছে। তাদের আমরা দেড়শর আগে অলআউট করেছি। কাজেই ব্যবধানটা তখনই বোঝা গেছে কোন পথে যেতে পারি। কিন্তু কঠিন উইকেট ছিল। দ্বিতীয় ইনিংসেও আমাদের ব্যাটাররা যেভাবে নিজেদের তুলে ধরেছে, এটার সম্পূর্ণ কৃতিত্ব আমাদের ব্যাটার, বোলার ও পুরো দলের।’ মিরপুরের সবুজ ঘাসের পিচে আফগানিস্তানের বিপক্ষে বল হাতে দাপট দেখিয়েছেন বাংলাদেশের তিন পেসার- তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম। প্রতিপক্ষের বিরুদ্ধে ত্রাস সৃষ্টি করে ম্যাচে ১৯ উইকেটের মধ্যে ১৪ টিই নেন পেসাররা, যা কোনো টেস্ট ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকার। পেসারদের এমন পারফরম্যান্স নিয়ে লিটন বলেন, ‘মিরপুরে আমরা কখনো তিন পেসার নিয়ে খেলি না। যেহেতু উইকেটের আচরণটাই এমন ছিল যে, তিন পেসার নিয়ে খেলার মতো। উইকেটে যথেষ্টই পেসারদের রসদ ছিল। তারা তাদের দায়িত্ব পালন করেছে। আমি অধিনায়ক হিসেবে খুব খুশি।’ আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড ৫৪৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসানের অনুপুস্থিতিতে লিটন দাসের নেতৃত্বে প্রথম ম্যাচেই এমন কীর্তি গড়ে স্বাগতিকরা। লিটন এর বড় কৃতিত্ব দিতে চান ব্যাটারদেরও।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত