ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মেসি-মায়ামি চুক্তিতে নতুন মোড়!

মেসি-মায়ামি চুক্তিতে নতুন মোড়!

চীনের বেইজিংয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। সে ম্যাচে মাত্র ৮০ সেকেন্ডে গোল করে রেকর্ড গড়েন লিওনেল মেসি। আরও একটি প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে ইন্দোনেশিয়ায় রয়েছে আবিসেলেস্তেরা। এ ম্যাচ না খেলায় অবসর সময় কাটাচ্ছেন মেসি। ভক্তদের মনে প্রশ্ন, তাহলে কি যুক্তরাষ্ট্রে চলে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক? কিন্তু সেখানে গিয়েই বা তিনি কি করবেন। এখনো যে মেসিকে আমন্ত্রণ জানাতে বা দলে যুক্ত করতে কোনো প্রস্তুতি সারেনি মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি। গত ৮ জুন ইন্টার মায়ামির হয়ে খেলার ঘোষণা দেন মেসি, যা মেজর লিগ সকার (এমএলএস) ও ইন্টার মায়ামির ইতিহাসের সবচেয়ে বড় ঘটনাগুলোর একটি। তবে মেসির মতো একজন খেলোয়াড়কে আনার জন্য যে প্রস্তুতি প্রয়োজন তা করতে পারেছে কি না, ক্লাব কর্তৃপক্ষ তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ইন্টার মায়ামি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মেসিকে নিয়ে কিছু বলেনি। মেজর লিগ সকার থেকেও আসেনি কোনো ঘোষণা। মেসির মায়ামিতে যাওয়ার ঘোষণাটিকেই এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে পিন পোস্ট আকারে দিয়ে রেখেছে তারা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক মেসির সঙ্গে এখনো চুক্তি সই না হওয়া আর আনুষ্ঠানিক ঘোষণা না আসা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে একাধিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, এমএলএস কমিশনার ডন গারবের মেসির আসা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার জন্য এখনো প্রস্তুত নন। লিগ কর্তৃপক্ষ কেবল একটি বিবৃতি দিয়েছে। যেখানে তারা মেসির যুক্তরাষ্ট্রে যাওয়ার ঘোষণায় ‘আনন্দিত’ বলা হলেও ‘আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হতে এখনো কাজ বাকি আছে’ বলে উল্লেখ করা হয়েছে। দ্য অ্যাথলেটিক তাদের প্রতিবেদনে বলেছে, এক সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও এখনো সেসব কাজ শেষ করতে পারেনি লিগ কর্তৃপক্ষ। মেসির ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণার পর পরই বিশ্ব গণমাধ্যমদেও চোখ চলে যায় মেজর লিগ সকারের দিকে। মুহূর্তেই বেড়ে যায় ক্লাবটির সকল প্রকার সোশ্যাল মিডিয়ার ফলোয়ার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত