ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শান্ত-তাসকিনদের প্রশংসায় আফগান কোচ

শান্ত-তাসকিনদের প্রশংসায় আফগান কোচ

আফগানিস্তানকে একেবারে মাটিতে নামিয়ে ঢাকা টেস্ট জিতেছে বাংলাদেশ। টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ৫৪৬ রানে স্বাগতিকরা জয় পেয়েছে। এই ম্যাচে ব্যাটে যেমন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক এবং বোলিংয়ে আধিপত্য দেখিয়েছেন তাসকিন আহমেদরা। তাই তো প্রতিপক্ষ আফগান কোচ জনাথন ট্রটের প্রশংসায় শিক্ত হয়েছেন তারা। তবে নিজেদের পারফরম্যান্সে সাবেক এই ইংলিশ ব্যাটারের মুখে হতাশা ঝরেছে। এ নিয়ে টানা পঞ্চম দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন জনাথন ট্রট। পরে আফগান কোচ বলেন, ‘অবশ্যই অনেক হতাশাজনক। একদম শুরু থেকেই আমরা ভালো খেলতে পারিনি। প্রায় ২৭ মাস কোনো টেস্ট খেলিনি আমরা। এখানে ক্রিকেটাররা ৪ দিন আগে এসেছিল। টেস্ট ম্যাচের জন্য যথার্থ প্রস্তুতি এবং প্রতিদ্বন্দ্বিতা করতে আরও ভালো কিছু করতে হতো। সব মিলিয়েই এটি হতাশার। হয়তো ভালো কিছু পারফরম্যান্স ছিল আমাদের। তবে তা যথেষ্ট ও ধারাবাহিক ছিল না।’ বাংলাদেশের প্রশংসা করে ট্রট বলছিলেন, ‘আমি মনে করি এখানে প্রতিপক্ষ বেশি ভালো খেলেছে এবং নিজেদের কাজটি তারা ধারাবাহিকভাবে করে গেছে। লাইন- লেন্থ ধওে রেখে টানা বোলিং করেছে। আমরাও সেই চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তাদের ব্যাটাররা লম্বা সময় ব্যাটিং করেছে। আমাদের ব্যাটারদের মধ্যে...সবচেয়ে লম্বা ইনিংস ছিল সম্ভবত রহমত শাহর, ৭০ বলের (৭৩ বল)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত