ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অবসর ভেঙে ডাগআউটে ফিরলেন স্কলারি

অবসর ভেঙে ডাগআউটে ফিরলেন স্কলারি

সাত মাস আগে কোচিংকে বিদায় জানিয়ে অ্যাথলেটিকো পারানায়েন্সের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব নিয়েছিলেন লুইস ফেলিপে স্কলারি। কিন্তু বেশিদিন ডাগআউটের টান উপেক্ষা করতে পারলেন না তিনি। ডাক আসতেই সাড়া দিলেন। অবসর ভেঙে ৭৪ বছর বয়সে কোচিংয়ে ফিরলেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কোচ। ব্রাজিলিয়ান সেরি আর ক্লাব অ্যাথলেটিকো মিনেইরোর দায়িত্ব নিতে সম্মত হয়েছেন স্কলারি। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দলটির ডাগআউটে থাকবেন এই অভিজ্ঞ কোচ। ২০২২ সালের মে মাসের শুরুতে অ্যাথলেটিকো পারানায়েন্সের কোচ হন স্কলারি। তার হাত ধরে গত বছর কোপা লিবের্তাদোরেসের ফাইনালে খেলে ব্রাজিলের দলটি। নভেম্বরে এসে কোচিংকে বিদায় বলে দলটির টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব নেন তিনি। চেনা ডাগআউটে ফিরতে টেকনিক্যাল ডিরেক্টরের চাকরি ছেড়েছেন স্কলারি। মিনেইরোতে তিনি আর্জেন্টাইন কোচ এদুয়ার্দো কুদেতের উত্তরসূরি হচ্ছেন। ৪০ বছরের দীর্ঘ ও বর্ণিল কোচিং ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দলের হয়ে অনেক সাফল্য পেয়েছেন ‘বিগ ফিল’ খ্যাত স্কলারি। তিনি সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছেন ব্রাজিলের হয়ে তার দুই মেয়াদের ভিন্ন অভিজ্ঞতার জন্য। প্রথম মেয়াদে ২০০১ থেকে ২০০২ সাল পর্যন্ত সময়ে স্কলারি ব্রাজিলকে জেতান পঞ্চম ও দেশটির সবশেষ বিশ্বকাপ। এরপর ২০১২-১৪ মেয়াদে জেতেন ২০১৩ সালের ফিফা কনফেডারেশন্স কাপ। তবে পরের বছর দেশের মাটিতে বিশ্বকাপে তেতো স্বাদ পেতে হয় অভিজ্ঞ এই কোচকে। সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিব্রতকর হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের কাছেও হেরে যায় তার দল। ২০০৪ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্কলারির কোচিংয়ে রানার্সআপ হয় পর্তুগাল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত