ওয়ানডে দলে রশিদ-মুজিব

প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ ইতিহাস গড়ে টেস্ট জিতে নিয়েছে স্বাগতিকরা। টেস্টে দলে ছিলেন না দুই আফগান স্পিনার রশিদ খান ও মুজিব উর রহমান। আগামী ৫ জুলাই থেকে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন রশিদ ও মুজিব। আগামী ৫ থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের জন্য গতকাল ১৯ সদস্যের দল ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। হাশমতউল্লাহ শাহিদির নেতৃত্বে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জিয়া আকবর, ইজহারুলহক নাভিদ, আব্দুল রহমান, ওয়াফাদার মোমান্দ, সালিম শফি। রশিদ ও মুজিবের সঙ্গে দলে ফিরেছেন মোহাম্মদ নবী। আছেন সাদা বলের নিয়মিত মুখ দুই আগ্রাসী ব্যাটার রাহমানুল্লাহ গুরবাজ ও নাজিবুল্লাহ জাদরান।