ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সনদ পেলেন কুস্তিগিররা

সনদ পেলেন কুস্তিগিররা

কুস্তিতে নেই দেশসেরা কুস্তিগির শিরিন সুলতানা এবং তিথি রায়। তবে নতুন কুস্তিগির খোঁজার মিশনে একধাপ এগিয়েছেন দেশের কুস্তি কর্তারা। শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসে পদকজয়ী ৩০ জনকে নিয়ে দুই মাসের অনুশীলন ক্যাম্প হয়েছিল। যেখানে ১৫ জন করে ছেলে ও মেয়ে রয়েছে। নতুন কুস্তিগির খোঁজার মিশনে সফল হয়েছেন তারা। দুই মাসের অনুশীলন ক্যাম্প শেষে সোমবার ঢাকা মহানগর লিগ কমিটির অফিসে তাদের হাতে সনদ তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু। এ সময় ফেডারেশনের সাধারন সম্পাদক তাবিউর রহমান পালোয়ান, যুগ্ম সম্পাদক মেজবাহউদ্দিন আজাদ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) আরএম ফয়জুর রহমান উপস্থিত ছিলেন। ক্যাম্প নিয়ে উচ্ছ্বসিত ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান। তার কথায়, ‘দুই মাসের অনুশীলনে আমরা বেশ ক’জন উদীয়মান কুস্তিগির খুঁজে পেয়েছি, যাদেরকে পরিচর্যার মাধ্যমে আগামীর তারকা কুস্তিগির হিসেবে তৈরি করব।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত