ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় ভারোত্তোলনে স্বর্ণ জিয়ারুলের

জাতীয় ভারোত্তোলনে স্বর্ণ জিয়ারুলের

স্ন্যাচে ১১০ কেজি তুলে কাজ এগিয়ে রেখেছিলেন। ক্লিন অ্যান্ড জার্কেও ১৪৫ কেজি উত্তোলন করলেন জিয়ারুল ইসলাম। জাতীয় ভারোত্তোলনের ৯৬ কেজি ওজন শ্রেণিতে সেরা হলেন বাংলাদেশ সেনাবাহিনীর এই অ্যাথলেট। গতকাল সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে প্রতিযোগিতার তৃতীয় দিনে সব মিলিয়ে ২৫৫ কেজি তুলে সেরা হন গত এসএ গেমসে সোনা জেতা জিয়ারুল। তার চেয়ে ১৫ কেজি কম তুলে দ্বিতীয় হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ইব্রাহিম খলিল। পুরুষ বিভাগে ৮৯ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ (১১৮) ও ক্লিন অ্যান্ড জার্ক (১৪৫) মিলিয়ে ২৬৩ কেজি তুলে প্রথম হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আব্দুর রাজ্জাক। মেয়েদের বিভাগে ৭১ কেজি ওজন শ্রেণিতে সেনাবাহিনীর ভারোত্তোলক প্রিতিলা আক্তার মিলা ১৫৯ কেজি উত্তোলন করে প্রথম হয়েছেন। এ ইভেন্টে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির ফুলপতি চাকমা; তিনি তুলেছেন ১৫৫ কেজি। ৭৬ কেজি ওজনশ্রেণিতে ক্লিন অ্যান্ড জার্কে রেকর্ড ৯৬ কেজি উত্তোলন করা মনীরা কাজী হয়েছেন সেরা। সব মিলিয়ে সেনাবাহিনীর এই ভারোত্তোলক তোলেন ১৬৪ কেজি। নারী ৮১ কেজি ওজন শ্রেণিতে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সেরা হয়েছেন আনসার ও ভিডিপির জহুরা খাতুন নিশু। সব মিলিয়ে ১৬৫ কেজি তুলেছেন তিনি। এ ইভেন্টে দ্বিতীয় হওয়া বাংলাদেশ জেলের আয়শা খাতুন পান্না স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট উত্তোলন করেন ১৩৮ কেজি। ­

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত