ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বার্ষিক ক্রীড়া উৎসব ‘ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২৩’ শুরু হয়েছে। গতকাল সোমবার পল্টনস্থ শহীদ তাজউদ্দিন উডেন ফ্লোর জিমনেসিয়ামে উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয়েছে ব্যাডমিন্টন একক ও দ্বৈত ইভেন্টের খেলা। ব্যাডমিন্টন এককের ফাইনালে মৃদুল হাসানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সাফিউর রহমান। এই ইভেন্টে তৃতীয় হয়েছেন সাজ্জাদ হোসেন মুকুল। ব্যাডমিন্টন দ্বৈতের ফাইনালে আরফাত দাঁড়িয়া ও আবু হোরায়রা তামিম জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রুমেল খান ও সাজ্জাদ হোসেন মুকুল জুটি। এই ইভেন্টে তৃতীয় হয়েছেন শামীম হাসান ও মাহমুদুন্নবী চঞ্চল জুটি। আজ একই ভেন্যুতে টেবিল টেনিস ইভেন্ট অনুষ্ঠিত হবে। ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভালের উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ-পিএলসি’র জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এই সময় আরও উপস্থিত ছিলেন বিএসপিএ সভাপতি সনৎ বাবলা, সাধারণ সম্পাদক সামন হোসেন, ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সহ-সভাপতি জোবায়েদুর রহমান রানা। এবার আটটি ডিসিপ্লিনের মোট ১২টি ইভেন্টে অংশ নেবেন বিএসপিএ’র শতাধিক সদস্য। ইভেন্টগুলো হলো- ক্যারম (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), দাবা, শুটিং, আর্চারি, ব্যাডমিন্টন (একক ও দ্বৈত) ব্রিজ (কল ব্রিজ ও টোয়েন্টি নাইন) ও সাঁতার। সবক’টি খেলাই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও এর সংলগ্ন বিভিন্ন ভেন্যুতে। প্রতিবারের মতো এবারও স্পোর্টস কার্নিভালের সেরা ক্রীড়াবিদের হাতে তুলে দেয়া হবে আব্দুল মান্নান লাডু ট্রফি ও অর্থ পুরস্কার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত