আজ লেবানন পরীক্ষায় পাস করতে চায় বাংলাদেশ

প্রকাশ : ২২ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

‘এ’ গ্রুপের দুই দল কুয়েত ও নেপালের মধ্যেকার ম্যাচ দিয়ে গতকাল বুধবার বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠেছে। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের দ্বিতীয় দিন আজ শক্তিশালী লেবাননের বিপক্ষে পরীক্ষা দিতে নামবে জামাল ভূঁইয়ারা। পশ্চিম এশিয়ার দেশ লেবানন ও মধ্য এশিয়ার দেশ কুয়েত আসায় সাফে প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। ফলে ভিন্ন এক সাফকেই দেখছেন দক্ষিণ এশীয়বাসী। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বিকাল ৪টায় (বাংলাদেশ সময়) শুরু হবে ‘বি’ গ্রুপের দুই দল বাংলাদেশ ও লেবানন ম্যাচটি। একই স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে এই গ্রুপের অন্য দুই দল মালদ্বীপ ও ভুটানের ম্যাচটি। ম্যাচের আগের দিন গতাকাল বুধবার কর্নাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশনের টার্ফে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষ লেবানন শক্তিশালী তাতে কোনো সন্দেহ নেই। র‌্যাংকিংয়ের দিকে তাকালেই তা স্পষ্ট। যেখানে পশ্চিম এশিয়ার দেশটি দাঁড়িয়ে ৯৯ এবং বাংলাদেশের অবস্থান ১৯২তম স্থানে। ৯৩ ধাপ এগিয়ে থাকা দেশটির বিপক্ষে লক্ষ্যটা কী, তাও জানিয়ে দিলেন লাল সবুজ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তার কথায়, ‘আমরা কথা দিচ্ছি, আমরা শতভাগ দিয়ে ম্যাচে খেলার চেষ্টা করব। তবে শেষ পর্যন্ত কী হবে এ সবকিছু নির্ভর করছে নিজেদের ওপর। অবশ্যই আমরাও শক্তিশালী। মাঠে যাবো তিন পয়েন্টের লক্ষ্যে। সেটা যদি না হয়, আমরা কমপক্ষে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।’ ঘাসের মাঠ নিয়ে কিছুটা অনুযোগ করলেন হ্যাভিয়ের, ‘আমাদের টার্ফে অনুশীলন করতে হয়েছে। বিকল্প ছিল না। তবে লেবাননের বিপক্ষে ম্যাচ খেলব যেখানে, সেটা ঘাসের মাঠ। টার্ফের চেয়ে অনেক গতিময় হবে।’ আবহাওয়া নিয়ে কোচের মন্তব্য, ‘আবাহাওয়া নিয়ে অভিযোগ করার কিছু নেই। আমাদের হয়তো অনেক গরমের মধ্যে খেলতে হবে। তবে সেটা বড় কোন সমস্যা নয়।’ কোচের কণ্ঠেই যেন সুর মেলালেন অধিনায়ক জামাল ভূঁইয়াও, ‘আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। কাল সেই প্রস্তুতির ফাইনাল পরীক্ষা। যাতে পাস করতে চাই। অবশ্যই আমরা জিততে চাই। তবে ১ পয়েন্ট নিতে পারলেও খুশি হবো।’ তিনি যোগ করেন, ‘ওরা (লেবানন) র‌্যাংকিংয়ে ৯৩ ধাপ এগিয়ে। আমরা তো চাইবোই তিন পয়েন্ট। তবে এটাও বুঝি কাজটা কঠিন হবে। লেবানন অনেক শক্তিশালী দল।’ লেবাননের বিপক্ষে পয়েন্ট পাওয়ার একটি সুযোগও দেখছেন জামাল ভূঁইয়া, ‘শেষ ১২ দিনে ওরা চারটা ম্যাচ খেলেছে। তাতে করে ওরা একটু ক্লান্ত আছে। কারণ ১২ দিনে চারটি ম্যাচ খেলা মোটেই সহজ না। ওইখানে হয়তো আমাদের বাড়তি কিছুটা সুবিধা আদায় করে নিতে হবে।’ ২০০৯ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে সবশেষ সেরা চারে খেলেছে বাংলাদেশ। এরপর টানা পাঁচবার হতাশা সঙ্গী করে গ্রপ কিংবা প্রথম পর্বেই শেষ হয়েছে ২০০৩ সালের চ্যাম্পিয়নদের যাত্রা। এবার সেরা চারে খেলার আশায় বুক বেঁধেছে হ্যাভিয়ের কাবরেরার দল। সাফে খেলতে যাওয়ার আগে দুই দফায় অনুশীলন ক্যাম্প করেছেন জামাল ভূঁইয়া, সোহেল রানারা। দেশে নিজেদের মতো প্রস্তুতি নেওয়ার পর কম্বোডিয়া গিয়ে বাকিটা সারেন তারা। ওই সফওে খেলা দুইটি প্রস্তুতি ম্যাচেই ১-০ গোলের জয় পায় ক্যাবরেরার দল। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল কম্বোডিয়ান প্রিমিয়ার লিগের দল টিফফি আর্মি। আর পরেরটিতে কম্বোডিয়া জাতীয় দলকেই হারান তারা। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ভুটান ও মালদ্বীপ। আগামী সপ্তাহে রোববার মালদ্বীপ ও বুধবার ভুটানের মুখোমুখি হবে তারা।

সাফ চ্যাম্পিয়নশিপ

আজকের খেলা

* বাংলাদেশ ও লেবানন

* মালদ্বীপ ও ভুটান

(শ্রী কান্তিরাভা স্টেডিয়াম, বিকাল ৪টা ও রাত ৮টা)