২০০ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ

বিশ্বরেকর্ড গড়ে গিনেজ বুকে রোনালদো

প্রকাশ : ২২ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

ইতিহাস গড়ার মঞ্চটা আগে থেকেই প্রস্তুত ছিল। অপেক্ষা ছিল শুধু মাঠে নামার। অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে তুমুল হর্ষধ্বনির মাঝে মাঠে নেমেই ‘ডাবল সেঞ্চুরি’ স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই বিশ্বরেকর্ড গড়লেন পর্তুগালের মহাতারকা। ছেলেদের ফুটবলে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির স্থাপন করলেন তিনি। শুধু রেকর্ড গড়েই ক্ষ্যান্ত হননি, গোল করে জিতিয়েছেন দলকেও। তার গোলে ভর করে পর্তুগাল আইসল্যান্ডকে হারায় ১-০ গোলে। ম্যাচের ৮৯ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন তিনি। যদিও গোলটি প্রথমে বাতিল করা হয়েছিল। পরে ভিএআর চেক করলে সেটি টিকে যায়। এটি ছিল জাতীয় দলের হয়ে সিআর সেভেনের রেকর্ড ১২৩তম গোল, যা আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ। গত মঙ্গলবার রাতে রেকিয়াভিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ‘জে’ গ্রুপে স্বাগতিকদের মুখোমুখি হয় পর্তুগিজরা। সেখানে শুরু থেকেই খেলছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ড রোনালদো। বর্ণাঢ্য ও ঘটনাবহুল ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডের মালিকের নামের পাশে এই ম্যাচে যুক্ত হলো আরেকটি নতুন অর্জন। এমন অর্জনের পর গনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ সাথে সাথেই তাকে বিশ্বরেকর্ডের সনদপত্র প্রদান করে। জাতীয় দলে অভিষেকের ১৯ বছর ৩০৪ দিন পর ২০০তম ম্যাচে মাঠে নামলেন তিনি। ২০০৩ সালের ২০ অগাস্ট কাজাখস্তানের বিপক্ষে পর্তুগালের জার্সিতে প্রথমবার দেখা গিয়েছিল তাকে। ছেলেদের ফুটবলে আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বেশি গোলের কীর্তি রোনালদোর দখলে। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের সাবেক ফুটবলার পর্তুগালের হয়ে এখন পর্যন্ত করেছেন ১২২ গোল। একমাত্র খেলোয়াড় হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করেছেন বর্তমানে আল নাসরে খেলা রোনালদো। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পাঁচটি ভিন্ন আসরে গোল করার রেকর্ডও ৩৮ বছর বয়সি তারকার ছাড়া আর কারো নেই।