সাফ চ্যাম্পিয়নশিপ

তবুও সেমিফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ

প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

ফিফা র‌্যাংকিং তো বটেই, প্রতিপক্ষ হিসেবে লেবানন ছিল ঢের এগিয়ে। তবে মাঠে তাদের সঙ্গে সমান তালেই লড়াই করেছে বাংলাদেশ। প্রায় ৮০ মিনিট পর্যন্ত জমাট রক্ষণে বারপোস্ট অক্ষত ছিল জামাল ভূঁইয়াদের। ভাগ্য সঙ্গে থাকলে একটি পয়েন্ট পেতেই পারত তারা। কিন্তু শেষ পর্যন্ত আরো একটি হতাশার গল্পই সঙ্গী হয় তাদের। তবে এখনো সেমিফাইনালের স্বপ্ন দেখছেন বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। গত বৃহস্পতিবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে লেবাননের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ম্যাচের ৮০ পর্যন্ত আটকে রাখলেও তারিক কাজীর এক ভুলে পিছিয়ে পড়ে তারা। আর শেষদিকে সমতায় ফিরতে অলআউট খেলতে গিয়ে আরো একটি গোল হজম করে লাল-সবুজের প্রতিনিধিরা। হারলেও এই ম্যাচে কিছু প্রাপ্তি দেখছেন বাংলাদেশের কোচ। ক্যাবরেরা বলেন, ‘ম্যাচের ফলাফলটা আমাদের পক্ষে নেই। তবে একইসঙ্গে ইতিবাচক দিকও রয়েছে আমাদের। এই পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সেমিফাইনালে খেলা সম্ভব।’ গ্রুপে বাংলাদেশের হাতে আর দুটি ম্যাচ রয়েছে। একটি মালদ্বীপ, অন্যটি ভুটান। এই দুটি দলের বিপক্ষে আগে হার-জিত ছিল লাল সবুজদের। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে চাপ খুব একটা নিতে পারেন না জামাল ভূঁইয়ারা। যার ফলে রোববার মালদ্বীপের বিপক্ষে গ্রুপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচকেই ডু অর ডাই হিসাবেই ধরা হচ্ছে। ম্যাচে জিতলে টিকে থাকবে, অন্যথায় বিদায়ের ক্ষণ গুণতে হবে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাদের। তাই তো আগের দিন হারের পর বসে থাকেননি কোচ। শুক্রবার দুপুরে ব্যাঙ্গালুরুর হিন্দুস্তান লিমিটেড মাঠে শিষ্যদের নিয়ে উপস্থিত হন কাবরেরা। লেবানন হারের দুঃখ ভুলে সামনের দিকে তাকিয়ে এই স্প্যানিশ কোচ। তাই মালদ্বীপ ম্যাচকে ফাইনাল হিসাবেই দেখছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। বলতে গেলে, এটিই আমাদের জন্য ফাইনাল ম্যাচ।’ একই কথা সোহেল রানারও, ‘টুর্নামেন্টে টিকে থাকতে হলে মালদ্বীপের বিপক্ষে আমাদের পয়েন্ট পেতেই হবে।’ তবে পয়েন্ট পেতে হলে গোল করতে হবে বাংলাদেশকে। সেদিকেও মনযোগ অধিনায়কের, ‘কেবল স্ট্রাইকারই নয়, সবাইকেই গোল করতে হবে। গোলের জন্য শুধু ফরোয়ার্ডদের দিকে তাকিয়ে থাকলে হবে না। আমরা একসঙ্গে জিতব, হারব।’ লেবানের ম্যাচ নিয়ে জামালের কথা, ‘আমরা ভালো একটি ম্যাচ খেলেছিলাম।