ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এমবাপ্পে বললেন আমি ব্যালন ডি’অর ডিজার্ভ করি

এমবাপ্পে বললেন আমি ব্যালন ডি’অর ডিজার্ভ করি

আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম আসরেই ফ্রান্সের হয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। কাতার বিশ্বকাপে ফ্রান্সকে বলতে গেলে একাই টেনেছেন কিলিয়ান এমবাপ্পে। দলকে নিয়ে গেছেন বিশ্বকাপের ফাইনালে। এমন কি ফাইনাল মঞ্চে হ্যাটট্রিক করেছেন। একটা দলকে বিশ্বকাপকে জেতাতে যা প্রয়োজন সম্ভাব্য সবই করেছেন। তবে, শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে স্বপ্নভঙ্গ হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের। তবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে। এ ছাড়া ক্লাবের জার্সিতেও ছিলেন উজ্জ্বল। সর্বশেষ সোমবার রাতের ইউরো বাছাইপর্বের ম্যাচে গ্রিসের বিপক্ষে টানা চতুর্থ জয় পেয়েছে ফ্রান্স। যেখানে দলের হয়ে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক এমবাপ্পে। যার মাধ্যমে এই পিএসজি তারকা এক সিজনে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন। ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে চলতি মৌসুমে ৫৪টি গোল করেছেন এই ২৪ বছর বয়সী তারকা ফরোয়ার্ড। এর মাধ্যমে এমবাপে দেশটির সাবেক তারকা ফুটবলার জাস্ট ফন্টেইনকে পেছনে ফেলে দিয়েছেন। এর পরই এমবাপে নিজেকে ব্যালন ডি’অরের প্রধান দাবিদার বলে উল্লেখ করেছেন। ম্যাচ শেষে ব্যালন ডি’অর পাওয়ার ব্যাপারে আশাবাদী কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এখন বলতে পারি, হ্যাঁ অবশ্যই আশাবাদী। কিন্তু এখানে ভোট দেওয়ার বিষয় আছে এবং এই ব্যাপারে আমি আশাবাদী।’ গ্রিসকে হারানোর পর সংবাদমাধ্যম টিএফ-১ এর কাছে দেওয়া এমবাপ্পের মন্তব্যের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলেছে, ‘ব্যালন ডি’অর? আসলেই এমন ব্যক্তিগতভাবে ট্রফি জয়ের ব্যাপারে কথা বলা কঠিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত