ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাঁচ বছর পর জাতীয় আর্চারিতে চ্যাম্পিয়ন রোমান সানা

পাঁচ বছর পর জাতীয় আর্চারিতে চ্যাম্পিয়ন রোমান সানা

ঈদুল আজহার পরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। মনের মানুষটিকে আপন করে পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় অনেকটা উজ্জীবীত রোমান সানা। তাই ৫ বছর পর জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশীপের শিরোপা পুনরুদ্ধার করেছেন বাংলাদেশ আনসারের এই তীরন্দাজ। সর্বশেষ ২০১৭ সালে এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিলেন দেশ সেরা এই আর্চার। শনিবার ফাইনালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) নিশাতকে সরাসরি ৬-০ পয়েন্টে হারিয়েছেন তিনি। দীর্ঘ বিরতির পর চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত রোমান বলেন, ‘২০১৮-২২ পর্যন্ত রিকার্ভ এককে চ্যাম্পিয়ন হতে পারিনি। ২০১৩-১৭ সালে টানা চ্যাম্পিয়ন ছিলাম। আবার বিরতির পর শিরোপা জেতায় খুব ভালো লাগছে। জাতীয় সেরার সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না।’ রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের খেলা ছিল আজ সবার শেষে। এর আগে রিকার্ভ মিশ্র ও পুরুষ দলগত ইভেন্টে স্বর্ণপদক মিস করেছেন রোমান। দুটি স্বর্ণ মিস হওয়ার শেষ ইভেন্টে অতিরিক্ত চাপে ছিলেন কি না- এমন প্রশ্নের উত্তরে রোমান বলেন, ‘আসলে আর্চারিতে ভাগ্যেরও প্রয়োজন। দিয়া ও আমি উভয়ই সেরাটা দেয়ার চেষ্টা করেছি। ভাগ্য সহায় ছিল না। ফাইনালে এক জন জিতবে আরেকজন হারবে এটা স্বাভাবিক।’ রোমানের সঙ্গে মিশ্র বিভাগে স্বর্ণ জিতলে দিয়ার ত্রিমুকুট হতো। আরেকটি স্বর্ণ মিস হলেও আফসোস নেই দিয়ার, ‘রোমান ভাই ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জেতায় আমাদের দল বাংলাদেশ আনসার দলীয়ভাবে চ্যাম্পিয়ন হয়েছে। আমার তিনটি স্বর্ণ না হলেও বাংলাদেশ আনসারের পাচটি স্বর্ণ হওয়ায় সন্তুষ্ট।’

সতীর্থের সঙ্গে অসদাচরণ করায় দীর্ঘদিন নিষিদ্ধ ছিলেন দেশসেরা আর্চার রোমান। রাজকীয় প্রত্যাবর্তনই হয়েছে তার। নিষেধাজ্ঞা কাটিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। তার এই দুঃসময়ে বাংলাদেশ আনসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রোমান বলেন, ‘ফেডারেশন থেকে যখন ক্যাম্পের বাইরে ছিলাম তখন আনসার আমাকে অনেক সাহায্য করেছে। ফিরে আসার জন্য তারা সব চেষ্টাই করেছে।’ রোমান নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া প্রতিযোগিতায় ফিরেছেন। নিজের ইভেন্টে সেরা হয়েছেন। এখন আন্তর্জাতিক অঙ্গনে ফেরার অপেক্ষায়, ‘আমাকে আন্তর্জাতিক টুর্নামেন্টে সুযোগ দেয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে।’ রোমানা সানার স্বর্ণ জয়ে যেন হাফ ছেড়ে বাঁচলেন আনসারের সহকারী পরিচালক (ক্রীড়া) রায়হান উদ্দিন ফকির। তার কথায়, ‘নিষিদ্ধ হওয়ার পর রোমান হতাশায় ডুবে গিয়েছিল। তবে আমাদের মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হকের নির্দেশনায় নিবিড় অনুশীলনের সুযোগ দিয়েছিলাম আরচারদের। যার ফলে ল্যান্স নায়েক রোমান সানা ও দিয়া সিদ্দিকীসহ ৫টি স্বর্ণ ও একটি রুপা জিতে সেরা হতে পেরেছি আমরা। রোমান সানার এমন সোনালী প্রত্যাবর্তনে আমরাও গর্বিত।’ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল রোমানের আন্তর্জাতিক অংশগ্রহণ সম্পর্কে বলেন, ‘এই ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। আগামী ১৫ দিন পর এই বিষয়ে পরিষ্কার করা যাবে।’ এবারের জাতীয় চ্যাম্পিয়নশীপকে সফল হিসেবে আখ্যায়িত করে চপল বলেন, ‘আনসার অনেক দিন পর শিরোপা জিতল। তীরন্দাজ ক্লাবও ফিরল পদকে। সামনে আমরা একটা ক্লাব প্রতিযোগিতাও আয়োজন করতে চাই।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত