ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফুটবল মাঠ থেকে বিদায়ের পথে সুয়ারেজ

ফুটবল মাঠ থেকে বিদায়ের পথে সুয়ারেজ

সম্ববত ক্যারিয়ারের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছেন লুইস সুয়ারেজ। ইউরোপ থেকে অনেক দূরে ব্রাজিলিয়ান লিগে গ্রেমিও ক্লাবের হয়ে খেলছিলেন উরুগুয়ের এই তারকা ফরোয়াড। মাঝে একবার ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জন উঠলেও, গ্রেমিওতে তিনি স্বস্তিতে আছেন বলে জানিয়েছিলেন। তবে সম্প্রতি গুরুতর চোটে পড়েছেন সাবেক এই বার্সেলোনা তারকা। তার হাঁটুর পুরনো চোটে নতুন করে তীব্র ব্যথা শুরু হয়েছে। জানা গেছে, সুয়ারেজের এই চোট সারাতে কৃত্রিম হাঁটু লাগতে হতে পারে। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট গোল ডটকম জানিয়েছে, চোটের কারণে অবসর নেওয়ার কথাই ভাবছেন সাবেক এই বার্সেলোনা তারকা। ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও’র সঙ্গে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি আছে সুয়ারেজের। চুক্তি শেষেই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন সুয়ারেজ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত