ভারত সিরিজে বাদ জাহানারা

প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের মেয়েদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ৬ জুলাই ঢাকা আসবে ভারতীয় নারী ক্রিকেট দল। ওয়ানডে ম্যাচগুলো আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে ৯, ১১ ও ১৩ জুলাই। এরপর ওয়ানডে সিরিজের তিন ম্যাচ হবে ১৬, ১৯ ও ২২ জুলাই। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১১ বছরের মধ্যে প্রথমবারের মতো নারীদের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করবে মিরপুর স্টেডিয়াম। বাংলাদেশের মেয়েরা শেষবার এই ভেন্যুতে খেলেছিল ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

ভারত সিরিজকে সামনে রেখে গতকাল প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি); ২০ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়নি অভিজ্ঞ পেসার জাহানারা আলম ও অলরাউন্ডার রুমানা আহমেদকে। ফিরেছেন সালমা খাতুন ও শারমিন আক্তার।