র‌্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের

প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

অনেক দিন ধরেই ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৯০’র ঘরে বাংলাদেশ। উন্নতি তো হয়নি, বাজে ফলে বেশ কয়েকবার হয়েছে অবনমন। এখনো ১৯০’র ঘরেই আছেন জামাল ভূঁইয়ারা, তবে মালদ্বীপকে হারানোর পর র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৫৪তম স্থানে থাকা মালদ্বীপকে হারানোয় ৭.৫৯ রেটিং পয়েন্ট যোগ হয়েছে লাল-সবুজের দলটির। তাতে মোট রেটিং পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে ৮৯১.৪৭। তাতে ব্রুনাইকে এক ধাপ নিচে নামিয়ে এক ধাপ উন্নতিতে ১৯২তম স্থান থেকে ১৯১তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। যদিও ফিফা আনুষ্ঠানিকভাবে নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেনি। ফিফা র‌্যাঙ্কিংয়ে প্রতিদিন যে আপডেট দেয়, তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের অবস্থান ১৯১তম। ভুটানের বিপক্ষে জিতলে ২.৫৬ রেটিং পয়েন্ট বেড়ে হবে ৮৯৪.০৩। রেটিং পয়েন্ট বাড়লেও র‌্যাঙ্কিংয়ে ১৯১তম স্থানেই থাকবে বাংলাদেশ।