ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্পেশাল অলিম্পিক

স্পেশাল অলিম্পিক

বিশেষ চাহিদাসম্পন্নদের নিয়ে স্পেশাল অলিম্পিক হয়। স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ নিয়মিতই পদক পায়। এবার ১৭ থেকে ২৫ জুন জার্মানির বার্লিনে স্পেশাল অলিম্পিকে ১১৩ সদস্যের বাংলাদেশ দল অংশ নেয়। বাংলাদেশ অভূতপূর্ব নৈপুণ্য প্রদর্শন করে আটটি ডিসিপ্লিনে ২৪টি স্বর্ণ, চারটি রৌপ্য পাঁচটি ব্রোঞ্জপদক জয় করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে। মহিলা ফুটবল, মহিলা হ্যান্ডবল ও ইউনিফায়েড ভলিবলে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অ্যাথলেকিসে ছয়টি স্বর্ণ, তিনটি রৌপ্য, ব্যাডমিন্টনে পাঁচটি স্বর্ণ, বোচিতে ছয়টি স্বর্ণ, সাঁতারে চারটি স্বর্ণ তিনটি ব্রোঞ্জ, মহিলা বাস্কেটবলে ও পুরুষ হ্যান্ডবলে ব্রোঞ্জপদক জয় করে স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ বেশ চমক সৃষ্টি করেছে। বাংলাদেশ দল আজ সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় এসে পৌঁছাবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিজয়ী দলকে ফুলেল সংবর্ধনা জানাবে স্পেশাল অলিম্পিক অব বাংলাদেশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত